শ্রীকান্ত পাত্র, ঘাটাল: কৃষক পরিবারে আয় সামান্য। ভাঙাচোরা টালির বাড়ি। তা সত্ত্বেও ছেলেকে প্রতিষ্ঠিত করার আশায় কলকাতায় পাঠিয়েছিলেন বাবা-মা। ছেলে এমএসসি পাশও করেছেন। সেই ছেলেই কিনা ধরা পড়েছেন পুলিশের জালে। সন্তানের গ্রেপ্তারিতে হতবাক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরীর পরিবার এবং পরিচিতরা।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার খারুষা গ্রামে আদি বাড়ি সৌরভ চৌধুরীর। তাঁর বাবা নিরুপ চৌধুরী পেশায় কৃষক। মা গৃহবধূ। বাবা-মায়ের একমাত্র সন্তান তিনি। ছোট থেকেই স্বভাবে শান্ত। অত্যন্ত মেধাবী সৌরভ। টেনপুর হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে। উচ্চশিক্ষার আশায় কলকাতায় চলে আসেন। গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে এমএসসি পাশ করেন। WBCS দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
[আরও পড়ুন: সৌরভের সঙ্গে কীভাবে আলাপ হল নিহত স্বপ্নদীপের বাবার? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
ছেলের গ্রেপ্তারির খবর পেয়ে শনিবার ভোরে কলকাতার উদ্দেশে রওনা দেন সৌরভের বাবা। তিনি জানান, “ছেলে অন্যের উপকারে সবসময় ঝাঁপিয়ে পড়ত। স্বপ্নদীপেরও পাশে দাঁড়ায় সে। কাউকে খুন করতে পারে ও ভাবতেই পারি না। ও নির্দোষ। সত্যি যদি কোনও দোষ থাকে তবে শাস্তি হোক।” ছেলের গ্রেপ্তারির খবর পাওয়ার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন সৌরভের মা। মেধাবী সৌরভ কাউকে খুন করতে পারেন, তা মানতেই নারাজ তাঁর মা। স্বপ্নদীপ কুণ্ডু বাবা-মা তাঁর ছেলেকে ফাঁসিয়েছে বলেই মত তাঁর।
দেখুন ভিডিও:
