shono
Advertisement

মাঠেঘাটে প্রচার অতীত, সোশ্যাল মিডিয়ায় যুযুধান অনুব্রত-দুধকুমার

ফেসবুক লাইভের দাপটে আকর্ষণ কমছে সভা-সমাবেশের, আপশোস পুরনো ভোটারদের। The post মাঠেঘাটে প্রচার অতীত, সোশ্যাল মিডিয়ায় যুযুধান অনুব্রত-দুধকুমার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:53 PM Apr 04, 2019Updated: 01:24 PM Apr 17, 2019

নন্দন দত্ত, সিউড়ি: মাঠের ভাষণ এখন হাতের মুঠোয়। আগে যে পাড়ায় পাড়ায় ছোট ছোট মিছিল করে জনসভায় মাঠ ভরানোর ডাক দেওয়া হত। এখন তা অতীত। শাসক-বিরোধী দুই শিবিরই এখন অন্য প্রচারে মেতেছে। তাদের হাতিয়ার ফেসবুক লাইভ। রাজ্যের শাসক দল তৃণমূল বহুদিন আগে থেকেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জনসভা সরাসরি ঘরে বসে দেখার ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার সেই পথে হাঁটল কেন্দ্রের শাসকদল বিজেপিও। দলের বীরভূম কেন্দ্রের প্রার্থী দুধকুমার মণ্ডল বৃহস্পতিবার ফেসবুক লাইভে ২৮ মিনিটের বক্তৃতায় ভোটারদের মন পাওয়ার চেষ্টা করলেন। সমালোচনায় মুখর হলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে । এদিকে ঘরে বসে, গাড়িতে যেতে যেতে মাঠের ভাষণ মুঠোয় পেয়ে খুশি সমর্থকেরা।

Advertisement

[আরও পড়ুন:  প্রচারের মাঠে ফুটবলে কিক দিয়ে খুদেদের মন জয় মিমির, দেখুন ভিডিও]

একদিকে অনুব্রত অন্যদিকে দুধকুমার।দুই মণ্ডল এবার মজেছেন ইলেকট্রনিক্স প্রচারে৷ অথচ অন্য বছরগুলিতে মাঠেঘাটে কর্মীদের নিয়ে প্রচারেই অভ্যস্ত বীরভূমের দুই মেঠো রাজনীতিবিদ। তাঁরা যে খুব বেশি টেকস্যাভি নন, তা তাদের সমর্থকেরাও স্বীকার করেন। অথচ, ষাটোর্ধ্ব দুই নেতাই যুগের নিয়ম মেনে ভোটারদের কাছে পৌঁছাতে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে মজেছেন। অনুব্রত মণ্ডল নিজের কাছে মোবাইল ফোনও রাখেন না। তিন মিনিটের বেশি মোবাইলে কারও সঙ্গে কথা বলেছেন, তেমন রেকর্ড নেই।

দুধকুমার মণ্ডলও নিপাট গ্রামের মানুষ। কিন্তু, দুই মণ্ডলের এই মাঠ থেকে মুঠোয় পৌঁছানোর চেষ্টা যে আধুনিক ভোটাররা বেশ পছন্দ করছেন,তা তাঁদের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা দেখে বোঝা যাচ্ছে। অনুব্রত মণ্ডলের জনসভা থেকে দু ’দিকের দুটি ক্যামেরা দিয়ে লাইভ করা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে, বিকেলের ওই ব্যস্ত সময়ে দর্শকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দুধকুমার মণ্ডলের বৃহস্পতিবারের ভাষণে দুপুরের মধ্যেই দর্শকের সংখ্যা হয়েছে কয়েক হাজার।

[আরও পড়ুন: নির্বাচনী লড়াইয়ে অস্তিত্বহীন ‘বন্ধু’, সহপাঠীকে চিনতে অস্বীকার আভাস রায়চৌধুরির]

তৃণমূল তাদের বনেদিয়ানা বজায় রেখে জেলায় দেওয়াল লিখন শেষ করলেও, বিজেপি আর দেওয়াল লিখনে খুব একটা আগ্রহী নয়। তাদের লিখন চোখে পড়ার মতোও নয়। তাঁরা এগোতে চাইছে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই। অনুব্রত মণ্ডল বলেন, আধুনিক সময়। দল চাইছে , মানুষ চাইছে । তাই, আমরা ফেসবুকেও প্রচারে আছি । দুধকুমার মণ্ডল বলেন, ‘নরেন্দ্র মোদির স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না শিখলে তাঁর সৈনিক হব কী করে?’

[আরও পড়ুন: ‘প্রচারের জন্য নিজের নামেই ছবি বানিয়েছেন’, মোদির বায়োপিক নিয়ে তীব্র কটাক্ষ মমতার]

কিন্তু, এই ঠান্ডা ঘরে বসে, মুঠোর মধ্যে কি মাঠের স্বাদ হারিয়ে যাবে না? মানুষের উচ্ছ্বাস,আবেদন, ধামসা-মাদল নিয়ে নাচ, রঙিন সাজের আনন্দটা কি বিলীন হয়ে যাবে না? শুধুই মুঠোফোনে নেতার শুকনো ভাষণ ভোট উৎসবকে একটু কি রংহীন করে দিচ্ছে না? পুরনো ভোটাররা কিন্তু এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে বসে গিয়েছেন।

The post মাঠেঘাটে প্রচার অতীত, সোশ্যাল মিডিয়ায় যুযুধান অনুব্রত-দুধকুমার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement