shono
Advertisement

এবার আইনি ফাঁদে হালিশহর পুরসভা, চেয়ারম্যানের বিরুদ্ধে হাই কোর্টে বিক্ষুব্ধ কাউন্সিলররা

নিয়ম মতো আস্থা ভোটের নোটিস দেননি চেয়ারম্যান অংশুমান রায়, অভিযোগ বিক্ষুব্ধ কাউন্সিলরদের৷ The post এবার আইনি ফাঁদে হালিশহর পুরসভা, চেয়ারম্যানের বিরুদ্ধে হাই কোর্টে বিক্ষুব্ধ কাউন্সিলররা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:26 PM Jul 19, 2019Updated: 12:30 PM Jul 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনগাঁ, বিধাননগরের পর এবার হালিশহর৷ রাজ্যের আরও এক পুরসভার আস্থা ভোটকে কেন্দ্র করে বাড়ল আইনি জটিলতা৷ নিয়ম মতো আস্থা ভোটের নোটিস দেননি চেয়ারম্যান অংশুমান রায়, এই অভিযোগে শুক্রবারই হাই কোর্টের দ্বারস্থ হন কয়েকজন বিরোধী কাউন্সিলর৷ আদালত সূত্রে খবর, বিক্ষুব্ধ কাউন্সিলরদের বক্তব্য শুনে ক্ষুব্ধ হন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ মামলাটি গ্রহণ করেন তিনি৷ কাউন্সিলরদের পিটিশন দাখিল করার নির্দেশ দেন৷

Advertisement

[ আরও পড়ুন: নেপথ্যে পরকীয়া, চপ-মুড়ির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে খুন মহিলার ]

জানা গিয়েছে, সম্প্রতি হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা এনেছেন আটজন কাউন্সিলর৷ যাঁদের মধ্যে কয়েকজন বিজেপির ও কয়েকজন শাসকদলের কাউন্সিলর রয়েছেন৷ সেই দাবি মতোই শুক্রবার আস্থা ভোটের ডাক দিয়েছেন চেয়ারম্যান৷ কিন্তু বিরোধীদের অভিযোগ, আস্থা ভোটের যে নোটিস জারি করা হয়েছে, তা ত্রুটিপূর্ণ৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই নোটিস কাউন্সিলরদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷ এর কারণ একটাই, যাতে আগামী ছ’মাসের মধ্যে কেউ অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব না আনতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করা৷ কারণ, পুর আইন অনুযায়ী একবার আস্থা ভোটের বৈঠক হয়ে গেলে, আগামী ছ’মাসের মধ্যে আর অনাস্থা প্রস্তাব পেশ করা যায় না৷ সেজন্যই যেনতেন প্রকারেণ আস্থা ভোটের বৈঠক ডেকেছেন চেয়ারম্যান৷ কোনওভাবে একবার বৈঠক করতে পারলেই, আগামী ছ’মাসের জন্য বর্তমান পুরবোর্ড নিরাপদ হয়ে যাবে, সেজন্যই তাঁর এই চক্রান্ত বলে বিক্ষুব্ধ কাউন্সিলরদের অভিযোগ৷ এবং এই অভিযোগেই শুক্রবার হাই কোর্টে গিয়েছেন তাঁরা৷

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের শাসকদলের শোচনীয় ফলাফলের পর একের পর এক পুরসভা হাতছাড়া হতে থাকে শাসকদলের৷ বিশেষ করে বারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংয়ের জয় তৃণমূলকে বেকায়দায় ফেলে দেয়৷ বারাকপুর লাগোয়া একাধিক পুরসভায় ব্যাকফুটে চলে যায় তৃণমূল৷ তৃণমূলের হাতে থাকা ভাটপাড়া, হালিশহর, কাঁচড়াপাড়া ও গাড়ুলিয়া-সহ একাধিক পুরসভায় ভাঙন ধরায় বিজেপি৷ ওই সময়ই ২৩ আসনের হালিশহর পুরসভারও ১৮ জন তৃণমূল কাউন্সিলর চলে যায় পদ্মশিবিরে৷ ওই পুরসভাও শাসকের হাত থেকে কেড়ে নেয় বিজেপি৷ তবে চলতি মাসেই চিত্রনাট্যে পরিবর্তন ঘটে৷ পুনরায় শাসকদলে ফেরেন হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায়-সহ ৮ কাউন্সিলর৷ তবে এরপরই অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থা আনে আট কাউন্সিলর৷ যে প্রস্তাবের পক্ষে আজই আস্থা ভোটের কথা রয়েছে হালিশহরে৷ তৃণমূল-বিজেপি উভয়পক্ষেরই দাবি তাঁদের দখলে রয়েছে পুরবোর্ড৷ তৃণমূলের দাবি, তাঁদের পক্ষে রয়েছে ১৮ জন কাউন্সিলরের সমর্থন৷ অন্যদিকে বিজেপির দাবি, তাঁদের পক্ষে রয়েছে ১২ জন কাউন্সিলরের সমর্থন৷ এদিন দুপুর ৩টের সময় রয়েছে আস্থা ভোট৷

[ আরও পড়ুন: বেপাত্তা বিজেপিতে যোগ দেওয়া ৪ কাউন্সিলর, নৈহাটি পুরসভা পুনর্দখলের পথে তৃণমূল? ]

The post এবার আইনি ফাঁদে হালিশহর পুরসভা, চেয়ারম্যানের বিরুদ্ধে হাই কোর্টে বিক্ষুব্ধ কাউন্সিলররা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement