বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২ যুবক। নদিয়ার নবদ্বীপ থানা এলাকার ঘটনা। কয়েকমাস আগে সোশ্যাল সাইটে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় ওই দুই কিশোরীর। অভিযোগ, এরপরই ঘনিষ্ঠতা বাড়লে সেই সুযোগকে কাজে লাগিয়ে ছাত্রীদের নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। যদিও শেষ রক্ষা হয়নি।
[সীমান্ত থেকে সাপের বিষ-সহ ধৃত নেপালের নাগরিক]
মাস চারেক আগে সোশ্যাল সাইটের মাধ্যমে নদিয়ার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্রী ওই দুই কিশোরীর সঙ্গে পরিচয় হয়েছিল এলাকারই দুই যুবকদের। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ২ যুবকের নাম সুজয় হালদার ও রমেন বিশ্বাস। বছর ২০-এর সুজয় হালদার সুধীররঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। অপর অভিযুক্তে রমেন বিশ্বাস পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। সূত্রের খবর, পরিচয়ে পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে কিশোরীদের ফোন নম্বর ও বাড়ির ঠিকানাও জেনে নেয় অভিযুক্তরা। এরপর প্রায় দিনই ওই কিশোরীদের স্কুলের আসেপাশে ঘোরাফেরা করত অভিযুক্তরা। ছাত্রীদের পরিবারের অভিযোগ, বুধবার সকালে দুই ছাত্রীর মধ্যে একজন স্কুলে যাওয়ার সময় তাদের সঙ্গে দেখা করে ওই যুবকেরা। এরপর নানা প্রলোভন দিয়ে ফুঁসলিয়ে তাকে অপহরণ করে সুজয় ও রমেন। এরপর তার বান্ধবীকেও অপহরণের চেষ্টা করে অভিযুক্তরা। তবে তার আগেই ধরা পড়ে যায় অভিযুক্তরা।
[চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগীমৃত্যুতে কাঠগড়ায় কর্তব্যরত আয়া]
ওই কিশোরীদের অপরিচিত যুবকদের সঙ্গে যেতে দেখে ছাত্রীর বাড়িতে খবর পাঠায় এলাকারই কয়েকজন। এরপরই মেয়েকে ফিরে পেতে নবদ্বীপ থানার দ্বারস্থ হন ওই কিশোরী পরিবার। তদন্তে নেমে নবদ্বীপের শ্মশানঘাট এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩,৩৬৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ অভিযুক্তদের নবদ্বীপ আদালতে তোলা হবে। পুলিশের তৎপরতায় বাড়ি পাঠান হয়েছে ওই নাবালিকাকে। তবে প্রয়োজনে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
The post সোশ্যাল সাইটে পরিচয়, ফুঁসলিয়ে নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২ appeared first on Sangbad Pratidin.
