shono
Advertisement

Breaking News

‘শের মারতে শের পাঠিয়েছে’, ভাটপাড়ায় প্রার্থী হয়েই বিরোধীকে হুঙ্কার মদনের

দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার৷ The post ‘শের মারতে শের পাঠিয়েছে’, ভাটপাড়ায় প্রার্থী হয়েই বিরোধীকে হুঙ্কার মদনের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:04 PM Apr 26, 2019Updated: 09:04 PM Apr 26, 2019

শুভময় মণ্ডল: নির্বাচনী ময়দানে নেমেই স্বমহিমায় ধরা দিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র৷ সেই চেনা মেজাজেই বিরোধীদের আক্রমণ করলেন তিনি৷ আর মহাভারতের প্রসঙ্গ টেনে কৃ্ষ্ণের আসনে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

Advertisement

সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসেবে একটা দীর্ঘ সময়ে কারাগারে বন্দি থাকার পর সেখান থেকে বেরিয়ে আর প্রত্যক্ষ রাজনীতিতে সেভাবে যুক্ত ছিলেন না মদন মিত্র৷ শুধুমাত্র দলের এক কর্মী হিসেবেই দেখা মিলেছে তাঁর৷ দলের দু-একটি অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও, শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটু দূরত্ব তৈরি হয়েছিল৷ কিন্তু মদন মিত্রের জনপ্রিয়তা এবং সংগঠনের কাজে দক্ষতার বিচারে ফের তাঁকে ভোট ময়দানে নামালেন তৃণমূল সুপ্রিমো৷ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়বেন কামারহাটির প্রাক্তন বিধায়ক৷ শোনা যাচ্ছে, সেখানে মদনের মোকাবিলায় গেরুয়া শিবির দাঁড় করাচ্ছে অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকে৷ ভাটপাড়া থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন আহমেদ হুসেন৷ তবে কে বিরোধী তা নিয়ে চিন্তার ভাঁজ নেই প্রাক্তন মন্ত্রীর কপালে৷ নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তিনি৷

ভগবত গীতা হাতে মদন মিত্র বললেন, “অনেকে বলছে শের মারতে শের পাঠিয়েছে৷ একেবারেই তেমনটা নয়৷ সবচেয়ে বড় শের তো ছিল কংস৷ তাকে হত্যা করেছিল কৃষ্ণ৷ কৃষ্ণ কি শের? তা তো নয়? উনি ভালবাসার প্রতীক৷” তাই ভাটপাড়ায় অর্জুন সিংকে একটা বড় ফ্যাক্টর হিসেবে মানতে নারাজ মদন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হিসেবেই জিতবেন বলে জানিয়ে দিলেন তিনি৷

[আরও পড়ুন: মহুয়াকে কুরুচিকর মন্তব্য, বিজেপি নেতার ভোটপ্রচারে নিষেধাজ্ঞা কমিশনের]

এদিন সংবাদ প্রতিদিন-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর কথায় ঘুরে ফিরে এল রামায়ণ-মহাভারত৷ লোকসভা নির্বাচনকে মহাভারতের সঙ্গে তুলনা করে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে দুর্যোধন ও দুঃশাসন আখ্যা দিতেও ছাড়লেন না তৃণমূলের এই হেভিওয়েট নেতা৷ আর স্পষ্ট জানিয়ে দিলেন, মহাভারতের মতোই এ মহাযজ্ঞের পরিচালকও কৃষ্ণই৷ আর এখানে কৃষ্ণ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়৷ মহাকাব্যের ছন্দেই মোদিকে খোঁচা দিয়ে মদন মিত্র বলেন, “মোদি, তোমারে মারিবে যে, বাংলায় বাড়িছে সে৷” ধর্মের পাঠ পড়িয়ে যে ভোট ব্যাংক ভারী করা যাবে না, সে কথাও উল্লেখ করেন তিনি৷ বলেন, “রাম আমাদের৷ ওদেরটা হারাম৷ তাই রামের নামে ভোট চেয়ে লাভ হবে না৷” ২৩ মে বিরোধীদের বাংলা থেকে লেজ গুটোতে হবে৷ প্রার্থী হওয়ার পরই হুঙ্কার মদন মিত্রের৷

দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার:

[আরও পড়ুন: ভোটযুদ্ধে এগোলেন আরও একধাপ, মনোনয়ন জমা মিমির]

The post ‘শের মারতে শের পাঠিয়েছে’, ভাটপাড়ায় প্রার্থী হয়েই বিরোধীকে হুঙ্কার মদনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement