shono
Advertisement

Breaking News

স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় ফের জীবনের মূলস্রোতে ডুয়ার্সের ২ কিশোরী

তাদের পড়াশোনার দায়িত্বও নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। The post স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় ফের জীবনের মূলস্রোতে ডুয়ার্সের ২ কিশোরী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:41 PM Apr 17, 2018Updated: 06:10 PM Nov 20, 2018

অরূপ বসাক, মালবাজার: স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতার ফের জীবনের মূলস্রোতে ফিরল ডুয়ার্সের দুই কিশোরী। সিকিমে পাচার হয়ে গিয়েছিল তারা। মঙ্গলবার ওই দুই নাবালিকাকে স্কুলে ভরতি করে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তাদের পড়াশোনাj যাবতীয় দায়িত্বও নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্প্যান। খুশি ওই দুই নাবালিকার পরিবার। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বরদিঘি চা বাগানের ঘটনা।

Advertisement

[বাবার ঠিক করা পাত্র না প্রেমিক, টানাপোড়েনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী কলেজ ছাত্রী]

নারী পাচার রুখতে প্রশাসনের উদ্যোগে কোনও খামতি নেই। কিন্তু এ রাজ্যে থেকে নারী পাচার পুরোপুরি বন্ধ করা গিয়েছে, এমনটা নয়। কখনও চাকরির প্রলোভন দেখিয়ে, আবার কখনও বিয়ের টোপ দিয়ে ভিনরাজ্য, এমনকী ভিনদেশেও পাচার করা দেওয়া হচ্ছে হতদরিদ্র পরিবারের কিশোরীদের। ঠিক তেমনই ঘটনা ঘটেছিল মালবাজারের মহকুমার মেটেলি ব্লকের বরদীঘি চা বাগানে। চা বাগানের শ্রমিক পরিবারের দুই কিশোরীকে সিকিমে নিয়ে গিয়েছিল এক দালাল। পড়শি রাজ্যে পরিচারিকার কাজ করত তারা। বিষয়টি জানতে পেরে তৎপর হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা স্প্যান। ওই দুই নাবালিকার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন সংস্থার দুই সদস্য অনিকেত সেওয়া ও অবিনাশ নায়েক। গোটা ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান তাঁরা। এরপর  অভিযুক্ত দালালের সঙ্গে যোগাযোগ করে স্প্যানের সদস্যরা। সিকিম থেকে উদ্ধার করে ওই দুই কিশোরীকে মেটেলি ব্লকের বরদীঘি চা বাগানের বাড়িতে ফিরিয়ে আনা হয়। শুধু উদ্ধার করাই নয়, তাদের পড়াশোনারও ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্প্যান। মঙ্গলবার ওই দুই নাবালিকাকে পূর্ব বাতাবাড়ি সি এম উচ্চ বিদ্যালয়ে ভরতি করে দিয়েছেন স্প্যানের সদস্যরা। এখন থেকে নিঃখরচায় পড়াশোনা করবে তারা। যাবতীয় খরচ বহন করবে ওই স্বেচ্ছাসেবী সংগঠন। স্বাভাবিকভাবেই খুশি ওই দুই নাবালিকার পরিবার।

[সিআইডির জালে ড্রাগ মাফিয়া শেখ লালন, উদ্ধার প্রচুর নিষিদ্ধ মাদক]

The post স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় ফের জীবনের মূলস্রোতে ডুয়ার্সের ২ কিশোরী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement