shono
Advertisement

ফের উত্তপ্ত মালদহ, তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ যুবক

অভিযোগের তির কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। The post ফের উত্তপ্ত মালদহ, তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:23 PM Sep 13, 2018Updated: 02:23 PM Sep 13, 2018

বাবুল হক, মালদহ: পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত মালদহ। বৃহ্স্পতিবার সকালে আচমকাই সংঘর্ষে জড়ায় স্থানীয় তৃণমূল ও কংগ্রেস কর্মীরা। সংঘর্ষের মাঝে পড়ে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের তির কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এদিকে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের দু’নম্বর মালিওর গ্রাম পঞ্চায়েতের তালশুড় গ্রামে।

Advertisement

জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ গ্রামের মধ্যে থেকে আচমকাই গুলির আওয়াজ শোনা যায়। অভিযোগ, কংগ্রেস আশ্রিত কিছু দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। সকাল আটটা গ্রামের বাসিন্দাদের কাছে রীতিমতো ব্যস্ত সময়। গুলির আওয়াজে ততক্ষণে পাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। হতচকিত বাসিন্দারা ছোটাছুটি শুরু করেছেন। এরমধ্যেই  গুলি এসে লাগে স্থানীয় দুই যুবকের গায়ে। আক্রান্তরা হলেন রফিকুল ইসলাম (৪০) ও বাপ্পি হরিজন (২৫)। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে দু’জনেই আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। এলাকায় উত্তেজনা রয়েছে।

[অনটনের সংসারে ভিক্ষা করে শৌচাগার, নজর কাড়লেন রানিনগরের গৃহবধূ]

উল্লেখ্য, পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে দিন দশেক আগে প্রথম উত্তপ্ত হয়ে ওঠে মালদহের মানিকচক এলাকা। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হয় এক শিশুপুত্র। তার মাথায় গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন ছিল সেই খুদে। দিন তিনেক আগে তাঁর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলে পরবর্তী চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। ফের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত মানিকচক। তৃণমূলের হরিশ্চন্দ্রপুর দু’নম্বরের ব্লক সভাপতি হজরত আলি অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। আহত দু’জনই তৃণমূল কর্মী।

[মন্দিরে হনুমানের লাথিতে প্রাণ গেল ভক্তের, নবদ্বীপে আতঙ্ক]

The post ফের উত্তপ্ত মালদহ, তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement