shono
Advertisement

‘দেশের সবচেয়ে বড় বিপদ মোদি সরকার’, পাণ্ডুয়ার প্রচারে তোপ মমতার

বিজেপি কর্মীদের মৃত্যুর নেপথ্যে তৃণমূলের জড়িত থাকার অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী৷ The post ‘দেশের সবচেয়ে বড় বিপদ মোদি সরকার’, পাণ্ডুয়ার প্রচারে তোপ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:16 PM Apr 27, 2019Updated: 05:30 PM Apr 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৬ মে হুগলি লোকসভা কেন্দ্রে ভোট৷ তার আগে চলছে হাইভোল্টেজ প্রচার৷ ওই লোকসভা কেন্দ্রের প্রার্থী রত্না দে নাগের সমর্থনে পাণ্ডুয়ায় নির্বাচনী সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সভামঞ্চ থেকে বিজেপিকে ‘বিপজ্জনক’ এবং ‘পচা শামুক’ বলে তীব্র আক্রমণ করলেন তিনি৷ তোপ দাগলেন সিপিএমের বিরুদ্ধেও৷

Advertisement

[ আরও পড়ুন: প্রচারে ভোজপুরী গানে কোমর দুলিয়ে মঞ্চ মাতালেন মুনমুন]

পাণ্ডুয়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বক্তৃতার প্রায় সিংহভাগ জুড়ে ছিলেন নরেন্দ্র মোদি৷ একাধিক ইস্যুতে কড়া ভাষায় তাঁকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী৷ তিনি বলেন, ‘‘পাঁচ বছরে কোনও কাজ করেনি বিজেপি৷ বারো হাজার কৃষক আত্মহত্যা করেছেন৷ গ্যাসের দাম বেড়েছে৷ দেশের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে মোদি সরকার৷ দেশকে বাঁচাতে চাইলে তৃণমূল প্রার্থীকে ভোট দিন৷’’

গেরুয়া শিবিরের সঙ্গে বামেরা হাত মিলিয়েছে বলেও অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সিপিএম ৩৪ বছর ধরে অত্যাচার করেছে৷ পা থেকে মাথা – এমন কোনও জায়গা নেই যেখানে আমাকে মারধর করা হয়নি৷ সিপিএমের হার্মাদ এখন হয়েছে বিজেপির ওস্তাদ৷ যারা অত্যাচার-সন্ত্রাস করে, হিন্দু-মুসলমানে ভেদাভেদ করে, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই৷ নরেন্দ্র মোদির মতো বিজেপি নেতারা শুধু দাঙ্গা করে৷’’

[ আরও পড়ুন: তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হবে, কড়া চ্যালেঞ্জের মুখে হুঙ্কার অধীরের]

নির্বাচনী আবহে ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি নেতা,কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ প্রতিটি ঘটনাতেই তৃণমূলের যোগসাজশের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির৷ প্রচারমঞ্চ থেকে এই অভিযোগ খারিজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘মনের দুঃখে কখনও গলায় দড়ি দিয়ে কিংবা জলে ডুবে আত্মহত্যা করছে৷ আর তা খুন বলে চালানো হচ্ছে৷ ময়নাতদন্ত রিপোর্টে মিথ্যা ধরা পড়ে গিয়েছে৷ প্রতিটি ঘটনা আত্মহত্যা ছাড়া কিছুই নয়৷’’ রামনাম নিয়ে ভোট বৈতরণী পেরনো সম্ভব নয় বলেও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

[ আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কমিশনের দ্বারস্থ তৃণমূল]

বিজেপি, সিপিএমকে আক্রমণের পাশাপাশি এদিনের জনসভার মঞ্চ থেকে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম, মেডিক্যাল কলেজ, মাটিতীর্থ, কর্মতীর্থ, রাস্তাঘাট, মসলিন ক্লাস্টার তৈরি করা হয়েছে৷ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূলকে ভোট দেওয়ার আরজি জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷

The post ‘দেশের সবচেয়ে বড় বিপদ মোদি সরকার’, পাণ্ডুয়ার প্রচারে তোপ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement