shono
Advertisement
Mamata Banerjee on SIR

'বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে', SIR নিয়ে ফের মমতার নিশানায় কমিশন

‘এসআইআর নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন,’ তোপ মুখ্যমন্ত্রীর।
Published By: Kousik SinhaPosted: 02:16 PM Jan 06, 2026Updated: 02:55 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘এসআইআর (SIR) নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন।’ বাংলায় চলা এসআইআর ইস্যুতে ফের একবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ বানিয়েছে বলেও এদিন অভিযোগ করেন প্রশাসনিক প্রধান। বিষয়টিকে সম্পূর্ণ 'অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক' বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

বহু প্রতীক্ষিত 'গঙ্গাসাগর সেতু'র উদ্বোধন করতে সোমবার গঙ্গাসাগর যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক মঞ্চ থেকেই বাংলায় চলা এসআইআর নিয়ে মানুষের যেভাবে হয়রানি হচ্ছে তা তুলে ধরেন তিনি। এমনকী প্রবল ঠান্ডায় শুনানির জন্য প্রবীণ মানুষ, অন্তঃসত্ত্বাদের লাইনে দাঁড়াতে হচ্ছে। যা নিয়ে কমিশনকে তীব্র আক্রমণ শানান। এমনকী নাম বাদ দেওয়া নিয়েও তোপ দাগেন।

মুখ্যমন্ত্রী বলেন, “হিয়ারিংয়ের নামে মানুষের হেনস্তা করা হচ্ছে। ৫৪ লক্ষ টাকা নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের অধিকার ছিল ৭ নম্বর, ৮ নম্বর ফর্ম ফিলআপ করার।” কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশন চলছে বলেও তোপ দাগেন। এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন প্রশাসনিক প্রধান। প্রয়োজনে তিনি সওয়ালে অংশ নেবেন বলেও জানান।

আজ মঙ্গলবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে মানুষের হয়রানি নিয়ে সরব হন। মুখ্যমন্ত্রী বলেন, ''ভুলভাল করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে।'' শুধু তাই নয়, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ তৈরি করেছে বলেও অভিযোগ প্রশাসনিক প্রধানের। তিনি বলেন, ''যে অ্যাপ করানো হয়েছে বিজেপির আইটি সেল দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এভাবে চলতে পারে না।''

অন্যদিকে গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়েও এদিন বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান,''গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা, হাসপাতালের ব্যবস্থা, চিকিৎসকের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে।'' এমনকী পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা থাকছে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''পর্যাপ্ত বাস থাকছে মেলার জন্য। একটাই সিঙ্গেল টিকিটেই তাতে যাত্রা করা যাবে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলায় চলা এসআইআর ইস্যুতে ফের একবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ বানিয়েছে বলেও এদিন অভিযোগ করেন প্রশাসনিক প্রধান।
Advertisement