shono
Advertisement

‘টাকার বাক্স দিয়ে বাংলায় ভোট হবে না’, নাম না করে ভারতীকে কটাক্ষ মমতার

বিজেপি নেতাদের টাকা বিতরণ আটকাতে রাতভর পাহারা দেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর৷ The post ‘টাকার বাক্স দিয়ে বাংলায় ভোট হবে না’, নাম না করে ভারতীকে কটাক্ষ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:07 PM May 10, 2019Updated: 05:07 PM May 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাক্সভরতি টাকা দিয়ে বাংলায় ভোট করানো যাবে না৷ অশোকনগরের সভা থেকে নাম না করে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি ছুঁড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার বিকেলে বারাসত লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে এদিন নেতাজি শতবার্ষিকী কলেজের মাঠে সভা করেন তৃণমূল সুপ্রিমো৷ সেখানে শুরু থেকেই তিনি সুর চড়ান বিজেপির বিরুদ্ধে৷ বলেন, ‘বিজেপি প্রার্থী টাকা-সহ ধরা পড়েছেন৷ জেড প্লাস ক্যাটাগরি সুরক্ষার সুযোগ নিয়ে টাকা বিলোনো হচ্ছে দুষ্কৃতীদের  মধ্যে৷ বলা হচ্ছে, টাকা নিয়ে ভোট দখল করো৷ এভাবে বাংলায় ভোট হবে না৷ আমরা ধরে ফেলব৷’

Advertisement

[আরও পড়ুন : গরু চোর সন্দেহে যুবকদের মারধর, রণক্ষেত্র তুফানগঞ্জে আক্রান্ত সংবাদমাধ্যম]

বৃহস্পতিবার রাতেই পিংলার কাছে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ১৩ হাজার টাকা৷ পুলিশ সমস্ত টাকা বাজেয়াপ্ত করে তাঁকে ছেড়ে দিয়েছে৷ তা নিয়েই মুখ্যমন্ত্রীর তোপ, ‘রাজ্যের সঙ্গে কথা না বলেই কেউ কেউ জেড প্লাস, ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা নিচ্ছে৷ যাদের ধরার কথা, তারা ধরছে না কেন? প্রচার শেষ হয়ে গেলেই টাকা বিতরণ শুরু হয়৷’ তাঁর আরও প্রশ্ন, ‘এত টাকা কোথা থেকে আসছে? নোট বাতিল থেকে? জবাব দিতে হবে, নোট বাতিলের সময়ে কত টাকা হাতে এসেছে৷ প্রয়োজনে রাত জেগে পাহারা দিতে হবে৷ যাতে টাকা বিলিয়ে ভোট করাতে না পারে৷’ এ প্রসঙ্গে তিনি নরেন্দ্র মোদির কপ্টার থেকে সন্দেহজনক বাক্স গাড়িতে নিয়ে যাওয়া নিয়েও কটাক্ষ করেন৷

[আরও পড়ুন :একাকী অরণ্যে নিঃসঙ্গ ‘রাজা’, সঙ্গী খুঁজতে উদ্যোগ বনদপ্তরের]

এদিন তৃণমূল সুপ্রিমোর আক্রমণের নিশানায় আগাগোড়াই ছিলেন নরেন্দ্র মোদি৷ তাঁর দাবি, রাজীব গান্ধী, নরসিমা রাও, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং-সহ একাধিক প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেছেন তিনি৷ কিন্তু নরেন্দ্র মোদির মতো প্রধানমন্ত্রী আগে দেখেননি৷ দীর্ঘ সময়ের যোজনা কমিশন তুলে নীতি আয়োগ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘না আছে নীতি, না আছে আয়োগ৷’ তোপ দেগেছেন স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে তাঁর শিকাগো সফর নিয়ে জটিলতা প্রসঙ্গেও৷  

‘এই বিজেপিকে চাই না, এই চৌকিদার চাই না’ স্লোগান শোনা গেল তৃণমূল সুপ্রিমোর গলায়৷ বারাসতের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে নিয়ে সমবেত জনতার উদ্দেশে তাঁর আবেদন, ‘আপনার একটা ভোট দিল্লিতে বিজেপি বিরোধী সরকার গঠনের সহায়ক হবে৷’ এদিনের সভা সেরে দমদমের দলীয় প্রার্থী সৌগত রায়ের সমর্থনে একটি রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

The post ‘টাকার বাক্স দিয়ে বাংলায় ভোট হবে না’, নাম না করে ভারতীকে কটাক্ষ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement