shono
Advertisement

পাহাড়ের উন্নয়নে ১৫টি বোর্ড নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

এই বোর্ডগুলির হাত ধরেই পাহাড়ের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার৷ The post পাহাড়ের উন্নয়নে ১৫টি বোর্ড নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:55 PM Feb 15, 2017Updated: 10:54 AM Feb 15, 2017

কিংশুক প্রামাণিক, কালিম্পং: নবগঠিত ১৫টি বোর্ডকে নিয়ে বুধবার কালিম্পংয়ের টাউন হলে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় সেখানে৷ সামনেই পাহাড়ে পুরভোট৷ তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ৷

Advertisement

রোগীমৃত্যুর জের, সিএমআরআই হাসপাতালে ব্যাপক ভাঙচুর

মঙ্গলবার রাজ্যের ২১তম জেলা হিসাবে মানচিত্রে জায়গা করে নেয় কালিম্পং৷ নতুন জেলাকে বরণ করে নিয়েছেন সাধারণ মানুষ৷ গোটা কালিম্পংয়ের আমজনতা উৎসবে মাতোয়ারা৷ রাত পযন্ত কালিম্পংজুড়ে সাধারণ মানুষ বাজি ফাটিয়েছেন, আনন্দে মেতে উঠেছেন৷ শৈলশহরজুড়ে নতুন জেলা হিসাবে কালিম্পংয়ের বোর্ডও উঠে গিয়েছে৷ জনতার এই উচ্ছ্বাসে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই বার্তা দিয়েছেন, ‘ভ্যালেণ্টাইনস ডে’-টাই এখন থেকে হয়ে গেল ‘কালিম্পং ডে’৷ জনতার আবেগ-উচ্ছ্বাস আগামী কয়েকদিন চলবে, তা স্পষ্ট৷ এরই মধ্যে প্রশাসনিক কাজকর্মের গতি ত্বরান্বিত করতে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী৷ নতুন ১৫টি বোর্ডের কাজকর্ম নিয়ে সবিস্তারে আলোচনা হয় বুধবার৷ কীভাবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য বোর্ডগুলি কাজ করবে, তার রূপরেখাও তৈরি করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মদ্যপ স্বামীর ‘অত্যাচার’ সহ্য করতে না পেরে গায়ে আগুন ধরিয়ে দিল স্ত্রী

বলা বাহুল্য, পাহাড়ের উন্নয়নে মমতার হাতিয়ার এই বোর্ডগুলি৷ এপ্রিল-মে মাস নাগাদ পরীক্ষা শেষ হলে পাহাড়ে পুরভোট৷ একইসঙ্গে পঞ্চায়েত ভোট করানো নিয়ে প্রশাসনিকস্তরে আলোচনা চলছে৷ নির্বাচনের আগে বোর্ডগুলি যাতে উন্নয়নের কাজ ফেলে না রাখে, সেটাই চাইছে সরকার৷ ফলে আজকের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী একাধিক নির্দেশিকা দিতে পারেন বলে খবর৷

অন্যদিকে, পৃথক গোর্খাল্যান্ডের দাবি তুললেও বিমল গুরুংরা পাহাড়ে যে কোণঠাসা হয়ে পড়েছেন, তা বাস্তব ছবিটাই বলে দিচ্ছে৷ পাহাড়ের মানুষ উন্নয়ন চাইছেন৷ তাঁরা চাইছেন না কোনও বনধ, অবরোধ৷ পাহাড়ের মানুষ স্পষ্টত জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী বার বার পাহাড়ে ছুটে আসছেন৷ তাঁর হাত ধরে উন্নয়ন হচ্ছে৷ নতুন জেলা দিয়েছেন৷ ফলে তাঁরা থাকবেন রাজ্য সরকারের পাশেই৷ পাহাড়ে এমনিতেই চরম কোণঠাসা গুরুং শিবির৷ তার উপর নতুন জেলা উপহারে মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোকে মোর্চা নেতৃত্ব কার্যত দিশাহারা৷ মোর্চা প্রথমে জেলাভাগ নিয়ে প্রশ্ন তুলেছিল৷ কিন্তু কালিম্পংবাসীর আবেগ দেখে  ভয় পেয়ে নিজেদের অবস্থান বদলে মোর্চার স্থানীয় বিধায়ক সরিতা রাই নতুন জেলা গঠনের সরকারি অনুষ্ঠানে যোগ দেন৷ যদিও ঘরে-বাইরে চাপে পড়ে চরম কোণঠাসা হয়ে ফের গোর্খাল্যান্ডের দাবিতে সুর চড়িয়েছেন মোর্চা সুপ্রিমো৷ তবে এই বোর্ডগুলির হাত ধরেই পাহাড়ের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার৷

দার্জিলিংয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ, নতুন জেলা হল কালিম্পং

The post পাহাড়ের উন্নয়নে ১৫টি বোর্ড নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement