বাবুল হক, মালদহ: মোবাইলে ফেসবুক করার ‘শাস্তি’। স্ত্রীর গোটা শরীরে শতাধিক কামড় বসিয়ে শ্রীঘরে ঠাঁই স্বামীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশবাজার থানার ঘোড়াপিতে। গুরুতর জখম বধূ কনক বারুইকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার শরীরের বিভিন্ন জায়গায় সেলাই পড়েছে। নির্মম এই নির্যাতনের ঘটনা জেনে অভিযুক্ত স্বামী অরুণ বারুইকে গণপ্রহারের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশবাজার থানার পুলিশ।
মালদহ শহর সংলগ্ন ঘোড়াপির বাসিন্দারা জানিয়েছেন, মোবাইল ফোনে ফেসবুক করতেন ওই মহিলা। তা নিয়ে স্ত্রীর উপর সন্দেহ হয় স্বামীর। আর তারই জেরে দাম্পত্য কলহের সূত্রপাত। অভিযোগ, শনিবার রাতে ফেসবুক করছিলেন স্ত্রী। ‘শাস্তি’ দিতে স্ত্রীকে জাপটে ধরে গোটা শরীরে কামড় বসিয়ে মাংস খুবলে খুনের চেষ্টা করে অরুণ। গুরুতর জখম ওই বধূকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করেন। এদিকে গৃহবধূর উপর নির্মমভাবে হামলা চালানোর ঘটনা এলাকায় চাউর হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত স্বামী অরুণ বারুই রবিবার সকালে বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করলে বাসিন্দারা তাকে ধরে তুমুল গণপিটুনি দেন। এরপর ইংলিশবাজার থানার পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।
[ ভেজাল সস কারবারের পর্দাফাঁস বনগাঁয়, ধৃত মালিক ]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে আক্রান্ত মহিলা কনক বারুই (২৪) স্বামী অরুণ বারুইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মালদহ টাউন স্টেশন সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী ফাস্টফুডের দোকান রয়েছে অরুণের। বছর কয়েক আগে তাঁদের বিয়ে হয়। দু’বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। অভিযুক্ত অরুণ বারুইয়ের সঙ্গে গত এক বছর ধরে বনিবনা হচ্ছিল না কনকদেবীর। স্বামীকে ছেড়ে তিনি বাবার বাড়ি চলে গিয়েছিলেন। দুর্গাপুজোর পর তিনি এ বাড়ি ফেরেন। এরই মধ্যে ফের নতুন করে মোবাইল ফোনে কথা বলা ও ফেসবুক করা নিয়ে দম্পতির মধ্যে বচসা শুরু হয়। সন্দেহের বশে গভীর রাতে স্ত্রীর গোটা শরীরে দাঁত দিয়ে কামড়ে মাংস খুবলে নেয় অভিযুক্ত স্বামী অরুণ বারুই বলে অভিযোগ। ইংলিশবাজার থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু জানিয়েছেন, “অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।”
[ মৃত মায়ের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুবকের ]
The post অতিরিক্ত ফেসবুক করার ‘শাস্তি’, স্ত্রীকে কামড়ে শ্রীঘরে স্বামী appeared first on Sangbad Pratidin.
