shono
Advertisement

অবরোধ-পালটা লাঠিচার্জ, দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু ঘিরে আমতায় পুলিশ ও জনতা খণ্ডযুদ্ধ

স্থানীয় বিধায়কের হস্তক্ষেপে প্রায় দু'ঘন্টা পর অবরোধ ওঠে।
Posted: 05:01 PM Jul 23, 2023Updated: 06:06 PM Jul 23, 2023

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার। রণক্ষেত্র হাওড়ার বাগনানের আমতা মোড়ে। উত্তেজিত জনতা মুম্বই রোড অবরোধ করে। অবরোধ হঠাতে গেলে পুলিশ ও উত্তেজিত জনতার খণ্ডযুদ্ধ শুরু হয়। শেষমেশ বাগনানের বিধায়ক ঘটনাস্থলে পৌঁছন। তাঁর হস্তক্ষেপে প্রায় দু’ঘন্টা পর অবরোধ ওঠে। যানচলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

Advertisement

মৃত বছর পঞ্চান্নর দেবু চক্রবর্তী, হাওড়ার বাগনানের খাদিনান গ্রামের বাসিন্দা। দুপুর দু’টো নাগাদ তিনি মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। আমতা মোড়ে ঘটে বিপত্তি। মুম্বই রোড পার হওয়ার সময়ে সিগন্যাল ভেঙে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবুর।

[আরও পড়ুন: স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতার মামলা করতে পারেন না দ্বিতীয় স্ত্রী! রায় কর্ণাটক হাই কোর্টের]

উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। মুম্বই রোড অবরোধ করেন। অবরোধকারীদের দাবি, দুর্ঘটনা রুখতে ওই এলাকায় মুম্বই রোডে উড়ালপুল তৈরি করতে হবে। অবরোধ হঠাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অবরোধকারীদের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে স্থানীয়রা ইট ছুঁড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে আসেন পুলিশকর্মীরা।

শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছন বাগনানের বিধায়ক। তিনি অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন। বিধায়ক বলেন, “আগামী বৃহস্পতিবার এখানে আধঘন্টার জন্য মুম্বই রোডে প্রতীকী অবরোধ হবে। তারপর জাতীয় সড়ক সংস্থার কাছে উড়ালপুলের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হবে। পুলিশের কাছে দাবি জানানো হবে সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পযর্ন্ত ট্রাফিক ব্যবস্থা চালু রাখতে হবে।” এই আলোচনার পরেই বিকেল চারটে নাগাদ অবরোধ উঠে যায়। যানচলাচল স্বাভাবিক হবে।

[আরও পড়ুন: দিন দিন মেদ বাড়ছে শরীরে? ওজন কমাতে কী খাবেন, কী খাবেন না, টিপস দিলেন চিকিৎসক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement