shono
Advertisement

Breaking News

দেড় লক্ষ টাকায় সদ্যোজাত পুত্রসন্তান বিক্রি! পুলিশের জালে বাবা

সদ্যোজাতের সন্ধান পেতে তল্লাশি শুরু করেছে পুলিশ। The post দেড় লক্ষ টাকায় সদ্যোজাত পুত্রসন্তান বিক্রি! পুলিশের জালে বাবা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:50 AM Dec 12, 2019Updated: 11:43 AM Dec 12, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সদ্যোজাত পুত্রসন্তানকে বিক্রির অভিযোগে গ্রেপ্তার বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের নতুনপল্লি এলাকায়। জানা গিয়েছে, স্ত্রী বাধা দিলে তাঁকে খুনের হুমকি দিয়ে মোটা টাকায় সন্তানকে বিক্রি করে দেয় অভিযুক্ত। সদ্যোজাতের সন্ধান পেতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

Advertisement

সোনারপুরের নতুনপল্লির বাসিন্দা টমাস মণ্ডল ও ঝুমা মণ্ডল। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বাস ওই দম্পতির। দিন দশেক আগে কলকাতার একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ঝুমাদেবী। জানা গিয়েছে, সেই সময় হাসপাতালেই এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল টমাসের। সেখানেই দুজন পরিকল্পনা করে মোটা টাকায় বাচ্চা বিক্রির। সেই মতোই জন্মের কয়েকদিনের মধ্যে দেড় লক্ষ টাকা বিনিময়ে ছেলেকে অন্যের হাতে তুলে দেয় টমাস। সূত্রের খবর, বিষয়টি জানতে পেরে টমাসকে বাধা দিয়েছিলেন ঝুমাদেবী। কিন্তু স্ত্রীর কোনও বারণই শোনেনি টমাস। উলটে বধূকে মারধর করে, খুনের হুমকিও দেয় বলে অভিযোগ। পরে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা অভিযুক্তের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে। এরপরই প্রকাশ্যে আসে আসল তথ্য। অভিযুক্তের স্ত্রীর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত টমাসকে।

[আরও পড়ুন:কোথায় সুফল বাংলার স্টল? কম দামে পিঁয়াজ কিনতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বর্ধমানবাসীর]

সোনারপুর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন শিশুটি কোথায় রয়েছে তা জানা যায়নি। তবে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সদ্যোজাতের হদিশ পাওয়ার চেষ্টা করা হচ্ছে। ঝুমা দেবীর কথায়, “ছেলেটাকে বিক্রির চেষ্টা করছে বুঝতে পেরেই আটকেছিলাম। আমার কোনও কথাই শুনল না। মারধর করে ছেলেটাকে নিয়ে গেল।” সন্তান হারানোর যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েছেন বধূ। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, শীঘ্রই সদ্যোজাতের খোঁজ মিলবে। উপযুক্ত শাস্তি পাবে অভিযুক্ত।

[আরও পড়ুন: কোথায় সুফল বাংলার স্টল? কম দামে পিঁয়াজ কিনতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বর্ধমানবাসীর]

The post দেড় লক্ষ টাকায় সদ্যোজাত পুত্রসন্তান বিক্রি! পুলিশের জালে বাবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement