shono
Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চলে এই দোকান, চায়ের টানে আসেন বিরোধীরাও

চা দেওয়া হয় লীল-সাদা কাপে৷ The post মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চলে এই দোকান, চায়ের টানে আসেন বিরোধীরাও appeared first on Sangbad Pratidin.
Posted: 07:08 PM Jun 06, 2018Updated: 07:23 PM Jun 06, 2018

নন্দন দত্ত, সিউড়ি: হলুদ হয়ে যাওয়া একটা খবরের কাগজের কাটিং৷ কাগজের শিরোনাম, ‘দিদি থাকবে’৷ পাশে কাঁপা হাতে লেখা ছিল ‘থাকবে চিরদিন’। সে লেখাও ধূসর মলিন হয়ে গিয়েছে। তাই এখন তার পাশে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নয়, বীরভূমের সাঁইথিয়ার একটি চায়ের দোকান৷ দোকান মালিক মদনমোহন মহান্তর কাছে তৃণমূলনেত্রী দিদির মতো। শুধু দোকানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানোই নয়, যে কাপে তিনি খদ্দেরদের চা দেন, সেই কাপগুলির রং নীল সাদা৷ এই রঙটা যে তৃণমূলনেত্রীর বড্ড প্রিয়! কিন্তু, মজার বিষয় হল, যে দোকানে পরতে পরতে তৃণমূল নেত্রীর ছোঁয়া, সেই দোকানে কিন্তু চা খেতে আসেন বিরোধী দলের সদস্যরাও৷

Advertisement

[বাগনানে তৃণমূল নেতা খুনে রাতভর পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮]

পেশা চা বিক্রি৷ বীরভূমের সাইথিঁয়ায় সবচেয়ে পুরানো চায়ের দোকানটি তাঁরই৷ কিন্তু, নিজেকে দিদির সৈনিক বলে পরিচয় দিতেই ভালবাসেন মদনমোহন মহান্ত৷ যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন ‘দিদি’কে দেখতে দোকান বন্ধ রেখে কলকাতা গিয়েছিলেন৷ আর যদি মুখ্যমন্ত্রী বীরভূমের সফরে আসেন, তাহলে তো কথাই নেই৷ যখন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থাকেন, সেখানেই ছুটে যান মদনমোহনবাবু৷ তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সদস্য নন৷ তবে মমতার অন্ধভক্ত৷ তাই সাইথিঁয়া থানা মোড়ে নিজের চায়ের দোকানটি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি তো টাঙিয়েছেনই, চায়ের কাপগুলিও নীল-সাদা৷ মদনমোহন মহান্ত বলেন, ‘থানা এলাকায় থাকি৷ দিদি আবার পুলিশমন্ত্রীও বটে। তাই সেক্ষেত্রেও একটা প্রেরণা।‘

সাইঁথিয়া শহরের থানা এলাকায় এই চায়ের দোকানে যাঁরা চা খেতে আসেন, তাঁদের মধ্যে অবশ্য কোনও রাজনৈতিক ভেদাভেদ নেই৷ শাসকদলের কর্মী-সমর্থক যেমন আসেন, তেমনি আসেন বিরোধী দলের কর্মী-সমর্থকরাও৷ চায়ের কাপে রাজ্য রাজনীতির হালহকিকত নিয়ে ঝড় তোলেন স্থানীয়রা৷ তা নিয়ে কোনও সমস্যাও নেই মদনমোহন মহান্তের৷ কিন্তু তৃণমূল নেত্রীর নামে কেউ বদনাম করলেই প্রতিবাদ করেন তিনি৷ ওই চা ব্যবসায়ীর ধারণা, ‘দিদি’র জন্য তাঁর দোকানে খদ্দেরে অভাব হয় না৷

ছবি: সুশান্ত পাল

[কংগ্রেস ছাড়ার কথা ভাবছেন বরকত পরিবারের দুই সাংসদ

The post মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চলে এই দোকান, চায়ের টানে আসেন বিরোধীরাও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement