shono
Advertisement

Breaking News

স্ত্রীর আপত্তি সত্ত্বেও ১৩০ টাকায় লটারি কেটে রাতারাতি কোটিপতি আরামবাগের রাজমিস্ত্রি

দিন আনি দিন খাই সংসারে সুদিন ফেরায় খুশি পরিবারের সকলেই।
Posted: 12:58 PM Dec 26, 2020Updated: 12:58 PM Dec 26, 2020

সুব্রত যশ, আরামবাগ: নুন আনতে পান্তা ফুরনো সংসার। অল্প উপার্জনে কোনওক্রমে দিনযাপন। সেই টাকা বাঁচিয়ে প্রায় প্রতিদিনই লটারির টিকিট কাটতেন হুগলির আরামবাগের (Arambag) মনসাতলার বাসিন্দা উত্তম মাইতি। তা নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তিও হত। তবে দাম্পত্য অশান্তিকে বিশেষ আমল না দিয়ে লটারির টিকিট কেটেই মিলল অর্থ। পেশায় রাজমিস্ত্রি উত্তমবাবুই এখন কোটি টাকার মালিক।

Advertisement

দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে সংসার উত্তম মাইতির। ছেলে দু’জন পড়াশোনা করেছেন। তবে তেমন ভাল চাকরি পাননি কেউই। তাই পঞ্চাশোর্ধ্ব উত্তমবাবু রাজমিস্ত্রির কাজ করেই আয় করেন। সে টাকায় সংসার চালাতে সত্যিই সমস্যা হয় তাঁর। আয় বাড়াতে একটি গুমটি দোকানও খোলেন। তাতেও সংসারের খরচ চালানো যেন দায়। অন্যান্য দিনের অভ্যাসবশত গত বৃহস্পতিবার ১৩০ টাকা দিয়ে লটারির (Lottery) টিকিট কেটেছিলেন তিনি। সন্ধেয় টিকিটটি মেলান। ভেবেছিলেন অন্যান্যবারের মতো এবারও পুরস্কার পাবেন না তিনি। তবে মুহূর্তের মধ্যেই ভাঙল ভুল। পুরস্কার জয়ীদের তালিকায় টিকিটের নম্বর দেখেই চমকে যান। দেখেন কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কারের জয়ের কথা প্রথমে জানতে পেরে যেন মাথা ঘুরে যায় ওই ব্যক্তির।

[আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ব্যাটিং, শীতের আমেজে শুরু বর্ষবরণের প্রস্তুতি]

শান্তভাবে বাড়ি ফিরে উত্তম মাইতি। তবে ততক্ষণে গোটা এলাকায় তাঁর কোটিপতি হওয়ার কথা জানাজানি হয়ে যায়। তাঁর স্ত্রী এবং দুই ছেলের কানেও যায় সে খবর। খুশি হন প্রত্যেকেই। কীভাবে এই বিপুল পরিমাণ টাকা কাজে লাগাবেন উত্তমবাবু? তিনি জানান, “আপাতত কিছুই বুঝতে পারছি না। এখনও বিশ্বাস করতে পারছিনা হতদরিদ্র অবস্থা থেকে আমি কোটিপতি হয়ে গিয়েছি। এত টাতা জিতে খানিকটা নিরাপত্তাহীনও লাগছে।” তবে উত্তমবাবুর স্ত্রী জানান, খুব কষ্ট করে দুই ছেলেকে পড়াশোনা শিখিয়েছি। তারা ভাল কোনও চাকরি করে না। এবার ওদের জন্য কিছু করার কথাই ভাবছি।” বাবার লটারি জয়ের ফলে এবার সুদিন ফিরবে বলেই আশা উত্তমবাবুর দুই ছেলেরও।

[আরও পড়ুন: ‘যেদিন সত্যিই মারতে শুরু করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না’, তীব্র হুঁশিয়ারি দিলীপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement