shono
Advertisement
Gangasagar Mela

গঙ্গাসাগর মেলায় বাড়তি ৩৩ জোড়া ট্রেন, দর্শনার্থীদের সুবিধায় ঘোষণা রেলের

আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা।
Published By: Sucheta SenguptaPosted: 05:47 PM Jan 02, 2026Updated: 06:45 PM Jan 02, 2026

নব্যেন্দু হাজরা: আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে রাজ্যের অন্যতম মিলনোৎসব গঙ্গাসাগর মেলা। ধর্মীয় উৎসবকে ঘিরে গোটা দেশের সাধু-সন্ন্যাসীরা একত্রিত হন। বিপুল ভিড়, পুজো দেওয়া, হরেক সামগ্রী বিকিকিনিতে বাংলার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। প্রতি বছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাড়তি পরিবহণের ব্যবস্থা থাকে। তবে এবছর রেলের তরফে একাধিক সুবিধার কথা ঘোষণা করা হলো। শুক্রবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এলাকা পরিদর্শন করেন বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। ইএমইউ ও মেলা স্পেশাল ট্রেন মিলিয়ে ৩৩ জোড়া ট্রেন চালানো হবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে। এছাড়া সুরক্ষার জন্য নতুন করে আরও কয়েকদফা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

কুম্ভমেলার ভিড় থেকে শিক্ষা নিয়ে মেলার (Gangasagar Mela) জনজোয়ার সামলাতে এবার বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে শিয়ালদহ রেল ডিভিশন। আগামী ৯ তারিখ থেকে শুরু হওয়া গঙ্গাসাগর মেলাকে ঘিরে একসপ্তাহ আগে থেকে সেই প্রস্তুতি শুরু হয়ে গেল। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা শুক্রবার এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, শিয়ালদহ থেকে নামখানা, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর পর্যন্ত মোট ১০টি ইএমইউ এবং ২৩ জোড়া 'মেলা স্পেশাল ট্রেন' চালানো হবে। এই ট্রেনগুলি মোট ৭ দিন ধরে চলবে যাত্রীদের সুবিধায়। গত বছর গঙ্গাসাগর মেলায় মোট ৬ দিন বাড়তি ট্রেন চালানো হয়েছিল। কিন্তু এবছর পূণ্যার্থীদের কথা ভেবে এবছর ৭ দিনই চলবে অতিরিক্ত বিশেষ ট্রেন।

মেলাগামী ট্রেন ধরতে যাতে হুড়োহুড়ি না পড়ে, তার জন্য শিয়ালদহ থেকে দুটি স্টেশনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহের ১৫ ও ১৬ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ওই বিশেষ ট্রেনগুলি। প্রতি ট্রেনে ২ হাজার থেকে আড়াই হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। এর জন্য শিয়ালদহে আলাদা করে 'এন্ট্রি' ও 'এক্সিট' পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। শিয়ালদহ মেট্রো স্টেশন লাগোয়া ফাঁকা এলাকা দিয়ে ঢুকতে পারবেন গঙ্গাসাগরমুখী যাত্রীরা। আর ওদিক থেকে শিয়ালদহে নামার পর দক্ষিণের গেট দিয়ে বেরতে পারবেন। টিকিটের জন্য দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে UTS পদ্ধতি টিকিট কাটার কথা জানিয়েছে রেল। এই পরিষেবা আরও মসৃণ করা হচ্ছে।

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় রেল সুরক্ষা বাহিনী মোতায়েন করা হচ্ছে। মেলার রুটে ৩৪০ জন আরপিএফ ও ৫৪ জন অফিসার থাকবেন নজরদারির জন্য। হাই-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরায় ২৪ ঘণ্টা নজর রাখার কাজ চলবে। রাতের ট্রেনে সুরক্ষার জন্য ডগ স্কোয়াডকে কাজে লাগানো হবে। এছাড়া পর্যাপ্ত মেডিক্যাল ক্যাম্প থাকছে গঙ্গাসাগর মেলায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদহ ডিভিশনে মোট ৩৩ জোড়া ট্রেন চলবে।
  • শুক্রবার এলাকা পরিদর্শন করে জানালেন ডিআরএম রাজীব সাক্সেনা।
Advertisement