shono
Advertisement

সত্যি হল হাওয়া অফিসের আশঙ্কা, ঝমঝমিয়ে বৃষ্টিতে বাগদেবীর আরাধনায় বিঘ্ন

বৃষ্টির জেরে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। The post সত্যি হল হাওয়া অফিসের আশঙ্কা, ঝমঝমিয়ে বৃষ্টিতে বাগদেবীর আরাধনায় বিঘ্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:56 AM Jan 29, 2020Updated: 08:56 AM Jan 29, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওয়া অফিসের আশঙ্কাই যেন সত্যি হল। সরস্বতী পুজোর ভোর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার জেরে বাগদেবীর আরাধনায় বিঘ্ন। তার সঙ্গে কমল ঠান্ডাও। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজতে পারে শহর এবং শহরতলির একাধিক এলাকা। বৃষ্টি কমবে আবারও নতুন করে মিলবে ঠান্ডার দেখা।

Advertisement

মঙ্গলবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। মিলেছিল মেঘের দেখাও। সামান্য হলেও বেড়েছিল তাপমাত্রার পারদ। আশঙ্কা করা হচ্ছিল বোধহয় বৃষ্টির জন্য ভাসবে সরস্বতী পুজো। বানচাল হবে বাঙালির ভ্যালেনটাইন্স ডে‘র পরিকল্পনা। বুধবার সকালে যেন সেই আশঙ্কাই সত্যি হল। ভোর থেকেই আকাশের মুখভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের জেরেই এমন অসময়ের বৃষ্টিতে ভাসছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বুধবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি লেগেই থাকবে। বৃহস্পতিবারও পরিস্থিতি থাকবে প্রায় একইরকম। এদিনও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে শুক্রবার থেকে আর বৃষ্টির দেখা মিলবে না। তবে কুয়াশার চাদরে মুখ ঢাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। রাত থেকে কমবে তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদ ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে। উত্তরের জেলাগুলিতেও বুধ এবং বৃহস্পতি দু’দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির জেরে উত্তরের জেলাগুলি তাপমাত্রাও বাড়বে। তবে সপ্তাহান্তে আবারও জাঁকিয়ে শীতের দেখা মিলতে পারে।

[আরও পড়ুন: ‘দিদিকে বলো’ কর্মসূচিতে সিপিএম নেতা, জানালেন অভাব-অভিযোগ]

কৈশোরের সরস্বতী পুজো মানেই আলমারি থেকে বের করা মায়ের শাড়ি পরে কিংবা পাঞ্জাবিতে সেজে ওঠার দিন। অঞ্জলি দিয়ে স্কুলে যাওয়া। খাওয়াদাওয়া সেরে বন্ধুবান্ধবদের সঙ্গে ঠাসা পরিকল্পনা। পড়াশোনার ছুটি। বছরের বিশেষ দিনে বৃষ্টি দেখেই মনখারাপ কচিকাঁচাদের। বাঙালির ভ্যালেনটাইন্স ডে বানচাল হওয়ার আশঙ্কায় মাথায় হাত কলেজ পড়ুয়াদের। বৃষ্টির কারণে প্যান্ডেল নিয়েও দুশ্চিন্তায় পুজো উদ্যোক্তারা। বৃষ্টিভেজা বসন্ত পঞ্চমী আনন্দের পরিবর্তে পরিণত হল বিষাদে।

The post সত্যি হল হাওয়া অফিসের আশঙ্কা, ঝমঝমিয়ে বৃষ্টিতে বাগদেবীর আরাধনায় বিঘ্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement