নব্যেন্দু হাজরা: সকালে মেঘ রোদের লুকোচুরি। সঙ্গে গরম। বিকেলের দিকে আকাশ মুখ ঢাকছে কালো মেঘে। সঙ্গে দেখা মিলছে বৃষ্টির। বইছে ঝোড়ো হাওয়াও। দিনকয়েক ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকছে এমনই আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জারি থাকবে এমনই আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশ ও বিহারে রয়েছে ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার প্রভাবেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। রয়েছে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা। শুক্র এবং শনিবার শহরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির হতে পারে। তবে দক্ষিণের জেলাগুলিতেও শুক্র এবং শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী ৭২ ঘণ্টায় বেশ কিছু জেলায় কালবৈশাখীর পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।
[আরও পড়ুন: লকডাউনে অমিল অ্যাম্বুল্যান্স, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু ক্যানসার আক্রান্ত খুদের]
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শুক্র ও শনিবার উত্তরের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার থেকে উত্তরবঙ্গে ফের বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্তের পাশাপাশি শনিবার পশ্চিমি ঝঞ্ঝাও ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আন্দামান সাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্তের পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে আন্দামান ও নিকোবরে কোনও সতর্কতা এখনও জারি হয়নি।
স্বাভাবিকের প্রতিদিনের ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা রয়েছে খানিকটা কম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯১ শতাংশ।
[আরও পড়ুন: ‘কোথায় রাজু বিস্তা?’, লকডাউনের মধ্যেই সাংসদের নামে নিখোঁজ পোস্টার শিলিগুড়িতে]
The post সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভিজতে পারে উত্তরের জেলাগুলিও appeared first on Sangbad Pratidin.
