shono
Advertisement

মেদিনীপুরেও ‘মিউজিক থেরাপি’, সুরে সুরে করোনা সচেতনতার বার্তা দিল পুলিশ

করোনা সচেতনতায় রাস্তায় আলপনাও ফুটিয়ে তোলা হয় প্রশাসনের উদ্যোগে। The post মেদিনীপুরেও ‘মিউজিক থেরাপি’, সুরে সুরে করোনা সচেতনতার বার্তা দিল পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:46 PM Apr 07, 2020Updated: 05:46 PM Apr 07, 2020

সম্যক খান, মেদিনীপুর: এবার সুরে সুরে জেলাবাসীদের করোনা সম্পর্কে সতর্ক করলেন মেদিনীপুর পুলিশের আধিকারিকরা। রাস্তায় আঁকা আলপনার মাধ্যমে সকলকে ঘরে থাকার আবেদন করলেন। নিয়ম মেনে চললে অদৃশ্য এই ভাইরাসের সঙ্গে লড়াইয়ে মানুষের জয় যে নিশ্চিত, এদিন শহরের রাস্তায় দাঁড়িয়ে আরও একবার সেটাই বোঝালেন পুলিশ আধিকারিকরা।

Advertisement

করোনার জেরে স্তব্ধ গোটা বিশ্ব। ২১ দিন ঘরবন্দি থাকতে হবে এ রাজ্যের বাসিন্দাদেরও। একটানা বন্দি দশায় হাঁপিয়ে উঠছেন সকলেই। মানসিকভাবেও ভেঙে পড়ছেন অনেকে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে চাঙ্গা করতে প্রথমে কলকাতা পুলিশ, এরপর একে একে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকার পুলিশ আধিকারিকরা গানকেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। কখনও গানের মাধ্যমে করোনাকে জয়ের আশ্বাস দিয়েছেন। কখনও আবার বেলা বোসের সুরে ২১ দিন ঘরে থাকার পরামর্শ দিয়েছেন পুলিশ আধিকারিকরা। এবার সেই পথেই হাঁটল মেদিনীপুর পুলিশ। মঙ্গলবার মেদিনীপুর শহরের গান্ধীমূর্তি এলাকায় সমবেত হয়ে করোনা সচেতনতায় সুরে তোলেন তাঁরা। পুলিশ আধিকারিকদের এই ভূমিকায় দেখতে পেয়ে পথচলতি দু-একজন থমকে দাঁড়ান। কেউ আবার বাড়ির ব্যালকনি থেকেই উপভোগ করেন। অনেকে ঘর থেকে বেড়িয়ে ক্যামেরা বন্দি করেন এই মুহূর্ত।

[আরও পড়ুন: ৭ দিনে সাত পদ, লকডাউনে ভবঘুরেদের মুখে অন্ন তুলে দিতে অভিনব উদ্যোগ বনগাঁর বধূদের ]

তবে শুধু গান নয়, মেদিনীপুরের মহকুমাশাসক দীননারায়ণ ঘোষের উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচি হিসেবে শহরের এলআইসি মোড়, কেরানিতলা, বটতলা, পঞ্চুরচক, সিপাইবাজারের রাস্তায় ফুটিয়ে তোলা হয় আলপনা। সেই ছবির মাধ্যেমও করোনা সম্পর্কে সচেন করা হয় সকলকে। প্রশাসনের নির্দেশ মেনে আগামী কয়েকটা দিন ঘরেই থাকার পরামর্শ দেন। সমস্ত নির্দেশ পালন করলেই সংক্রমণ এড়ানো সম্ভব, বিভিন্নভাবে এই বক্তব্যই এলাকাবাসীদের সামনে তুলে ধরেন তাঁরা। করোনা মোকাবিলায় জেলায় জেলায় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান মেদিনীপুরবাসীও।

দেখুন  ভিডিও: 

[আরও পড়ুন: ‘করোনা নিয়ে তথ্য গোপন করলে মিলবে না বিমার সুবিধা’, ফের মমতাকে বিঁধলেন দিলীপ]

The post মেদিনীপুরেও ‘মিউজিক থেরাপি’, সুরে সুরে করোনা সচেতনতার বার্তা দিল পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement