গোবিন্দ রায়, বারাসত: সন্দেশখালি কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। এখনও হদিশ মেলেনি তৃণমূল নেতা শেখ শাহজাহানের। এই পরিস্থিতিতেও তাঁর পাশেই দাঁড়ালেন বিধায়ক সুকুমার মাহাতো। বললেন, “পালানোর লোক উনি নন।”
সন্দেশখালিতে শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিকরা। প্রাণ হাতে নিয়ে এলাকা ছেড়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখনও বেপাত্তা শেখ শাহজাহান। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিস। এ পরিস্থিতি এই ঘটনায় মুখ খুললেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলেন, “শেখ শাহজাহান বড় মাপের একজন নেতা। তিনি দেশ ছেড়ে পালাননি। তিনি দেশের মধ্যেই রয়েছেন। এলাকার মধ্যেই রয়েছেন। এখানে বিজেপি চক্রান্ত করে ইডি, সিবিআইকে দিয়ে তাঁকে হেনস্তা করছে। আর সেটা রুখে দিয়েছে সাধারন মানুষ।”
[আরও পড়ুন: ‘এখনও তাকালে সুদীপ্ত-মইদুলদের দেখতে পাই’, ইনসাফের ব্রিগেডে আবেগপ্রবণ মীনাক্ষী]
বিধায়ক আরও বলেন, “শেখ শাহজাহানের আইনজীবী ইতিমধ্যে হাই কোর্টে আইনি পদক্ষেপ নিচ্ছেন। আমি ও আমার নেতা শেখ শাহজাহান মাটিতে মিশে রাজনীতি করি। আমরা সন্দেশখালির মাটি ছেড়ে একদম যাব না। শেখ শাহজাহান সন্দেশখালির মাটি ছেড়ে কোথাও যাননি। ওঁর একটা দায়বদ্ধতা আছে। তাই সে সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের বার্তা দেওয়ার জন্যই তিনি অডিও বার্তা দিয়েছেন।”
