shono
Advertisement

‘কালো’ বলায় খুন করে প্রতিশোধ আকাঙ্ক্ষাকে, স্বীকারোক্তি উদয়নের

পূজা, রীনা নামে আরও দুই প্রেমিকার সন্ধান চালাচ্ছে পুলিশ৷ The post ‘কালো’ বলায় খুন করে প্রতিশোধ আকাঙ্ক্ষাকে, স্বীকারোক্তি উদয়নের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:44 PM Feb 08, 2017Updated: 11:44 AM Feb 10, 2017

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: কী কারণে খুন হতে হল আকাঙ্ক্ষা শর্মাকে? উদয় ওরফে উদয়ন দাসকে জেরা যত এগোচ্ছে, ততই বাঁকুড়া পুলিশের হাতে উঠে আসছে নতুন নতুন তথ্য৷ জেরার মুখে উদয়ন জানায়, প্রতিশোধ নিতেই সে খুন করেছে আকাঙ্ক্ষাকে৷ কীসের প্রতিশোধ সে নিল প্রেমিকার উপর? তদন্তকারী পুলিশ অফিসারের প্রশ্নে উদয়নের সপাট জবাব, “আমার গায়ের রং কালো বলে কটাক্ষ করত৷ হেয় করত৷ তাই ওকে গলা টিপে মেরে দিয়ে প্রতিশোধ নিলাম৷” বুধবার তদন্তকারী অফিসাররা আকাঙ্ক্ষা খুনের অন্যতম মোটিভ হিসাবে উদয়নের এই স্বীকারোক্তির কথা জানিয়েছে৷

Advertisement

খাবার নিয়ে বায়নাক্কা জারি ‘সাইকো’ উদয়নের

আসলে অরকুট থেকে পরিচয় হওয়া আকাঙ্ক্ষার সঙ্গে অনেকদিনের সম্পর্ক উদয়নের৷ প্রথম পরিচয়ের সময়ে যে হেয় হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে যে মনের মধ্যে ‘রাগ’ পুষে রেখেছিল তার প্রমাণ পেলেন তদন্তকারীরা৷ একইসঙ্গে তদন্তে নেমে বাঁকুড়া পুলিশ উদয়নের মোবাইলের কললিস্ট ঘেঁটে অন্তত এক ডজন ‘গার্লফ্রেন্ড’-এর হদিশ পেয়েছে৷ এর মধ্যে পূজা ও রীনা নামে দু’জনের সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশের কাছে উদয়ন স্বীকারও করেছে৷ আকাঙ্ক্ষার মৃত্যুর পরেই পূজা ও রীনার সঙ্গে প্রেম হয়৷ তবে এই প্রেমের সম্পর্ক কতদিনের এবং তা কতটা ঘনিষ্ঠ তা নিয়ে পুলিশ তদন্ত করতে প্রয়োজনে ফের ভোপাল যেতে পারে৷

অন্যদিকে একটি সূত্রে জানা গিয়েছে, উদয়নের পরিবার হাওড়ার সালকিয়ায় একসময়ে বসবাস করত৷ তার কাকা এখনও সালকিয়ার বাড়িতেই থাকেন৷ পূর্ববঙ্গ থেকে রাজ্যে এসে সালকিয়ায় ডেরা বেঁধেছিল উদয়নের ঠাকুর্দা৷ কিন্তু কয়েকবছর হল উদয়নের বাবার মোবাইল থেকে আসা একটি এসএমএসের জেরে রবীন্দ্রকুমার দাস আর সম্পর্ক রাখেননি৷

মাত্র ৫০ টাকার জন্য মহিলাকে কোপাল যুবক

মঙ্গলবারই উদয়নকে বাঁকুড়া আদালত থেকে আট দিনের জন্য হেফাজতে পেয়েছে জেলা পুলিশ৷ তাকে আপাতত রাখা হয়েছে বাঁকুড়া পুলিশ লাইনের সেফ হাউসে৷ সেখানেই মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় জেরা করা হয়েছে উদয়নকে৷ বুধবার সকালে এ নিয়ে বাঁকুড়া জেলা পুলিশের কোনও কর্তাই মুখ খুলতে নারাজ৷ তবে পুলিশ সূত্রের খবর উদয়ন জেরায় জানিয়েছে, ২০০৭ সালে তার সঙ্গে আকাঙ্ক্ষার আলাপ হয়৷ কিন্তু তখন উদয়নের গায়ের রং কালো হওয়ায়, তাকে আকাঙ্ক্ষা তেমন পাত্তা দিত না৷ তাই আকাঙ্ক্ষাকেই প্রেমিকা হিসাবে পাওয়ার জেদ চেপে বসে উদয়নের মাথায়৷ আর সে সেটা করেও দেখায়৷ তদন্তকারীদের ধারণা, আকাঙ্ক্ষার সঙ্গে যখন সে ভোপালে থাকত, তখনও এ নিয়ে দু’জনের মধ্যে একাধিকবার গোলমাল হয়েছিল৷ তার জেরেই সে প্রতিশোধ নেয় বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা৷ পুলিশ সূত্রে খবর, উদয়নের ক্রাইম-থ্রিলার দেখার শখ ছিল৷ আর সেই ধরনের একটি সিনেমা ‘ডেভিলস নট’ দেখতে দেখতেই সে আকাঙ্ক্ষাকে খুনের ছক কষে৷

পুলিশের একটি অংশের অনুমান, আরও কোনও অপরাধে যুক্ত থাকার সম্ভাবনা আছে এই বিকৃত মনস্ক অপরাধীর৷ অন্যদিকে পুলিশ জানিয়েছে, আকাঙ্ক্ষার হাড় ও তাঁর বাবার রক্তের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে৷

শুটিং ফ্লোরে আগুন, ঝাঁপিয়ে পড়ে নায়িকাকে বাঁচালেন এই নায়ক

The post ‘কালো’ বলায় খুন করে প্রতিশোধ আকাঙ্ক্ষাকে, স্বীকারোক্তি উদয়নের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement