shono
Advertisement

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় একহাজার, চিন্তা বাড়াচ্ছে এই জেলা

পজিটিভিটি রেট ২.৩২ শতাংশ।
Posted: 07:13 PM Oct 24, 2021Updated: 07:13 PM Oct 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাকে বাগে রাখতে পুজোর সময়ও একাধিক বিধিনিষেধ জারি ছিল বঙ্গে। মণ্ডপে প্রবেশের অনুমতি পাননি আমজনতা। তা সত্ত্বেও পুজো পরবর্তী কোভিড গ্রাফ চিন্তা বাড়াচ্ছে রাজ্যবাসীর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৯৮৯ জন। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। তবে কমেছে দৈনিক মৃত্যু। একদিনে করোনার বলি রাজ্যের ১০ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২৭৩ জন কলকাতার (Kolkata)।  অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৪৬ জন। আগের দিন সংক্রমণ ছিল এর তুলনায় সামান্য কম।

[আরও পড়ুন: কীসের ভিত্তিতে ১০০ কোটি টিকাকরণের দাবি মোদি সরকারের? শিলিগুড়ির সভা থেকে প্রশ্ন মমতার]

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৮৯ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৮৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ২. ৩২ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৮৬, ৪৪৫।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১০ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ০৫৫ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮২৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৫৯, ৫১৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

[আরও পড়ুন:‘সুযোগসন্ধানী নতুনদের নিয়ে মাতামাতি ভুল ছিল’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অনুপম হাজরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement