সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতে গরহাজিরার কারণে তাঁর জামিনের আবেদন শুনতে রাজি ছিলেন না বিচারক। কিন্তু, হাফিজুল মোল্লাকে খুনের মামলায় শেষপর্যন্ত আরাবুল ইসলামকে জামিন দিল বারুইপুর আদালত। সোমবার ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শাসক দলের নেতার জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারক। তবে অসুস্থ আরাবুল ইসলাম ভরতি হাসপাতালে। তাঁর আইনজীবী জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই আরাবুলের মুক্তির বিষয়টি চূড়ান্ত করা হবে।
[ দিঘার সমু্দ্রে মিলল ট্রলারের ভাঙাচোরা অংশ, উদ্ধার মৎস্যজীবীর দেহ]
পঞ্চায়েত ভোটের মুখে রক্ত ঝরেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। নতুনহাটে নির্দল প্রার্থীদের সমর্থনে মিছিলকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। চলে গুলিও। হাফিজুল ইসলাম নামে এক যুবকের মাথায় গুলি লাগে। পরে হাসপাতালে মারা যান তিনি। ঘটনায় নাম জড়ায় ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনার দিন রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আরাবুলকে ১০ দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারুইপুর মহকুমা আদালতে। এদিকে জেলে বসেই পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন আরাবুল ইসলাম।
জেল হেফাজতের মেয়াদ শেষে যথারীতি আদালতে জামিনের আবেদন করেছিলেন আরাবুল। কিন্তু, ততদিনে অসুস্থতার কারণে হাসপাতালে ভরতি হয়ে গিয়েছেন তিনি। শুনানির দিনে আদালতে হাজির হতে পারেননি আরাবুল। মঞ্জুর করা তো দুর অস্ত, জামিনের আবেদন শুনতেই অস্বীকার করেছিলেন বারুইপুর আদালতের বিচারক। সাফ জানিয়ে দিয়েছিলেন, যতদিন না আরাবুল ইসলাম সুস্থ হচ্ছেন, ততদিন তাঁর জামিনের আবেদনের শুনানি হবে না। অর্থাৎ জামিন পেতে গেলে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে আরাবুল ইসলামকে। সোমবার সেই বারুইপুর আদালত থেকেই জামিন পেলেন তিনি। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারক। কিন্তু, এখনও হাসপাতালে ভরতি ভাঙড়ের এই দাপুটে তৃণমূল নেতা। তাঁর আইনজীবী জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনেই আরাবুল ইসলামের মুক্তির দিন চূড়ান্ত করা হবে। দিন কয়েক আগেই ভাঙড়কাণ্ডে জামিন পেয়েছেন সিপিআইএম লিবারেশন(রেডস্টার)-র নেতা অলীক চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে ৩৪টি মামলা ছিল। সবকটি মামলাতেই ভাঙড়ে গ্রিড আন্দোলনের অন্যতম এই নেতাকে জামিন দিয়েছিল বারুইপুর আদালত।
[ স্বামীর পর সমুদ্রের গ্রাসে ছেলেও, তীরে বসে শুধুই অপেক্ষা কাকদ্বীপের যোগমায়া দাসের]
The post হাফিজুল মোল্লা খুনের মামলায় জামিন আরাবুল ইসলামের appeared first on Sangbad Pratidin.
