shono
Advertisement

জাতীয় সড়কে রেষারেষির জেরে দুর্ঘটনা, হাত কাটা গেল চালকের

চাঞ্চল্য নদিয়ার নাকাশিপাড়ায়। The post জাতীয় সড়কে রেষারেষির জেরে দুর্ঘটনা, হাত কাটা গেল চালকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:37 PM Sep 12, 2018Updated: 09:50 PM Sep 12, 2018

পলাশ পাত্র, তেহট্ট: জাতীয় সড়কে রীতিমতো রেষারেষি করছিল দুটি গাড়ি। নদিয়ার নাকাশিপাড়ায় মুখোমুখি সংঘর্ষ, হাত কাটা গেল একটি গাড়ির চালকের। গুরুতর আহত অবস্থায় দুই চালকই ভরতি হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাকাশিপাড়ায় যুগপুরে। কাটা হাতটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দুটি গাড়িকেই আটক করা হয়েছে।

Advertisement

[ কেন একাধিক সন্তান, লেবার রুমে নার্সের মার প্রসূতিকে]

দুর্ঘটনায় যাঁর হাত কাটা দিয়েছে, তাঁর নাম রূপম মহান্ত। বাড়ি বীরভূমের মল্লারপুরে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে ৩৯ নম্বর জাতীয় সড়কে দিয়ে কলকাতার দিকে যাচ্ছিল পাথর বোঝাই একটি লরি। লরিটি চালাচ্ছিলেন রূপম। উলটো দিক থেকে আসছিল তেলবোঝাই একটি ছোট গাড়ি। দুটি গাড়ির চালকই রীতিমতো রেষারেষি করছিলেন। নাকাশিপাড়ার যুগপুরের কাছে আর নিয়্ন্তণ রাখতে পারেননি তাঁরা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। লরিচালক রূপ মহান্তের একটি হাত দেহ থেকে আলাদা হয়ে যায়। জ্ঞান হারান তিনি। গুরুতর জখম হন অন্য গাড়িটির চালকও। দু’জনকেই উদ্ধার প্রথমে নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের পাঠিয়ে দেওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। এখন সেখানে চিকিৎসা চলছে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ির চালকের।

[ মদের টাকা না পেয়ে মাকে লাথি মেরে খুন গুণধর ছেলের]

The post জাতীয় সড়কে রেষারেষির জেরে দুর্ঘটনা, হাত কাটা গেল চালকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement