shono
Advertisement

‘বাংলায় গণতন্ত্র নেই’, তারাপীঠে পুজো দিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব দুধকুমার

জয়ের বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী, জানালেন বীরভূমের বিজেপি প্রার্থী৷ The post ‘বাংলায় গণতন্ত্র নেই’, তারাপীঠে পুজো দিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব দুধকুমার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:11 PM Mar 25, 2019Updated: 03:13 PM Mar 25, 2019

নন্দন দত্ত, সিউড়ি:  ‘বীরভূমে গণতন্ত্র ফিরিয়ে আনাই আমার একমাত্র লক্ষ্য৷’ শনিবার তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে এভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বীরভূম লোকসভা আসনে বিজেপির প্রার্থী দুধকুমার মণ্ডল৷ অভিযোগ করলেন, বীরভূম-সহ গোটা রাজ্যে গণতন্ত্র ভূ-লুণ্ঠিত৷ শাসকদল সেখানে সন্ত্রাস চালাচ্ছে৷ মানুষ নিজের মত প্রকাশের অধিকার হারিয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন:  ভোট বৈতরণী পেরোতে জনসংযোগে জোর, রাস্তায় ঘুরে প্রচার কল্যাণ চৌবের  ]

এদিন সকাল সকাল তারাপীঠ মন্দিরে পুজো দেন বীরভূমের এই দাপুটে বিজেপি নেতা৷ এরপর প্রচার শুরু করেন তারাপীঠ ও সাহাপুর অঞ্চলে৷ পায়ে হেঁটে মানুষের কাছে যান৷ তুলে ধরেন কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের একধিক জনহীতকর প্রকল্পকে৷ এছাড়া তাঁর মূল প্রতিপক্ষ তথা বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিভিন্ন খামতি ধরে ধরে মানুষের সামনে তুলে ধরেন তিনি৷ রাজ্যের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন৷ অভিযোগ করেন, ‘‘গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের অত্যাচারে সাধারণ মানুষ নিজেদের অধিকার প্রয়োগ করতে পারেননি৷ আমি চাইব যেকোনও প্রকারে মানুষ যেন এবার নিজের ভোট দিতে পারেন৷ ’’ নিজের জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী বলেই জানান দুধকুমার মণ্ডল৷ কিন্তু এদিন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা শাসকদলের জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে একটা শব্দও খরচ করেননি তিনি৷

[ আরও পড়ুন:  তৃণমূলকে ঠেকাতে বঁটি হাতে নেওয়ার বার্তা বিজেপি মহিলা কর্মীদের, বিতর্কে সৌমিত্র খাঁ ]

একই দিনে জোরকদমে প্রচার করেন বীরভূমের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়ও৷ এদিন নলহাটির ২ নম্বর ব্লকের ভদ্রপুর এলাকায় প্রচার করেন তিনি৷ তাঁর সঙ্গে ছিলেন মহকুমার তৃণমূল পর্যবেক্ষক ত্রিদীব ভট্টাচার্য৷ এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তৃণমূল প্রার্থী৷ জানান, ‘‘আমি নিজেকে বীরভূমের বাসিন্দা বলেই মনে করি৷ গত দশবছরে বীরভূম আমাকে অনেক কিছু দিয়েছে৷ আমিও তাঁদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম৷ এবং আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পালন করেছি৷ যা পারব না তাও আগেই বলে দিয়েছিলাম৷’’ এদিন প্রচারে বেরিয়ে রাজ্য সরকারের একাধিক জনসেবামূলক প্রকল্পের কথা মানুষের কাছে পৌঁছে দেন তিনি৷ বলেন, ‘‘ রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকার উন্নয়নে বহু সেবামূলক কাজ করেছেন৷ উপভোক্তাদের বাড়ি বাড়ি সরকারি সাহায্য পৌঁছে দিয়েছেন৷ সেই অধিকার থেকে আমি বিশ্বাস করি আগামী তৃতীয়বারের জন্য বীরভূমের মানুষ আমাকে সংসদে পাঠাবে৷’’

The post ‘বাংলায় গণতন্ত্র নেই’, তারাপীঠে পুজো দিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব দুধকুমার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement