সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন তিন শ্রমিক। ট্যাঙ্কের ভিতর পড়ে মৃত্যু হল তিনজনের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায়।
বছর আটেক আগে বাড়িতে সেপটিক ট্যাঙ্ক তৈরি করেছিলেন বিষ্ণুপুরের রসপুঞ্জের বাসিন্দা মনোরঞ্জন নস্কর। যার গভীরতা ছিল প্রায় ২৫ ফুট। দিন কয়েক আগে ট্যাঙ্কটি পরিষ্কার করবেন বলে ঠিক করেন তিনি। পরিকল্পনা মতো সোমবার সকালে তিন শ্রমিককে কাজে লাগান। আর সেই কাজ করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, উপর থেকে ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন তাঁরা। কিন্তু হঠাৎই এক শ্রমিক পা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কের ভিতর পড়ে যান। সহকর্মীকে বাঁচাতে গিয়ে আরেক শ্রমিকও নিচে পড়ে যান। তৃতীয় জন দড়ি ফেলে পড়ে যাওয়া শ্রমিকদের তোলার আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু উলটে নিচেই ট্যাঙ্কের গভীর অন্ধকারে তলিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিষ্ণুপুর থানার পুলিশ। বেশ খানিকক্ষণের চেষ্টায় তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, মৃত তিনজনই দক্ষিণ ২৪ পরগনার উস্তির বাসিন্দা।
[বাবা-মাকে খুনের চেষ্টা! পিজি-র চিকিৎসায় ‘শাপমুক্ত’ ঢাকার যুবক]
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে আকছার দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি হায়দরাবাদ ও মুম্বইতেও এমন ঘটনায় ন’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। কোনওরকম উন্নত প্রযুক্তি ও মেশিন ছাড়াই দিনের পর দিন সাফাই কাজ করেন শ্রমিকরা। সেপটিক ট্যাঙ্কের ভিতর সালফার-সহ অনেক রাসায়নিক গ্যাস জমে থাকে যা মানুষের শরীরের ক্ষতি করে। তাহলে এই শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? উঠছে প্রশ্ন। এদিন একসঙ্গে তিন শ্রমিকের প্রাণ যাওয়ায় স্তব্ধ গোটা এলাকা।
[ভুল চিকিৎসার অভিযোগ, ছাত্রের মৃত্যুতে উত্তাল বড়জোড়ার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল]
The post মর্মান্তিক! সাফাই করতে গিয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু ৩ শ্রমিকের appeared first on Sangbad Pratidin.
