shono
Advertisement
Ashoknagar

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা, যুবককে টেনেহিঁচড়ে পিষে মারল ট্রাক!

তাঁর কন্যা সন্তানের বয়স কয়েক মাস।
Published By: Suhrid DasPosted: 04:46 PM Dec 01, 2025Updated: 05:12 PM Dec 01, 2025

অর্ণব দাস, বারাসত: শ্বশুরবাড়ি থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন যুবক। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন তিনি। বেপরোয়া ট্রাক প্রথমে বাইকে ধাক্কা মারে। তারপর একটি বাড়িতে। ট্রাকের চাকা টেনেহিঁচড়ে নিয়ে যায় ওই বাইকআরোহীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গুমা চৌমাথা এলাকায়। মৃতের নাম অপূর্ব ধর।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বারাসতের নবপল্লির বাসিন্দা। এদিন সকালে শ্বশুরবাড়ি থেকে তিনি বাড়ি ফিরছিলেন। গুমা চৌমাথা সংলগ্ন এলাকার যশোর রোড সংকীর্ণ বলে দীর্ঘদিনের অভিযোগ। রাস্তায় গাড়ির চাপও থাকে। এদিন সকালে তিনি বাইকে এসে ওই রাস্তার একপাশে দাঁড়িয়েছিলেন। সেসময় প্রচণ্ড গতিতে আসা একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকআরোহীকে ধাক্কা মারে। সেসময় বাইকআরোহী অপূর্ব রায় রাস্তায় পড়ে যান। ট্রাকের চাকার নিচে তিনি চলে যান। ওই বেপরোয়া ট্রাক তাঁকে চাপা দিয়ে বেশ কিছুটা টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে ট্রাকটি একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মেরে থামে। 

গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায় প্রত্যক্ষদর্শীদের মধ্যে। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। ওই যুবককে ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, মাত্র দেড় বছর আগে ওই যুবকের বিয়ে হয়েছিল। তাঁদের মাস কয়েকের একটি কন্যা সন্তানও আছে। দুঃসংবাদ বাড়িতে পৌঁছতেই কান্নার রোল উঠেছে। স্বামী চলে যাওয়ার ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গুমা চৌমাথা সংলগ্ন ওই এলাকা দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। রাস্তা সরু হয়ে গিয়েছে। কোনও ফুটপাতও নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শ্বশুরবাড়ি থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন যুবক।
  • মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন তিনি।
Advertisement