shono
Advertisement
Balurghat

বৃদ্ধার হাত ধরার 'অপরাধে' সালিশি সভার ডাক! তার আগেই অশীতিপর বৃদ্ধকে পিটিয়ে ‘খুন’

ছয় অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 05:35 PM Feb 23, 2025Updated: 05:50 PM Feb 23, 2025

রাজা দাস, বালুরঘাট: প্রতিবেশী বৃদ্ধা মহিলার হাত ধরাই ছিল 'অপরাধ'। সেজন্য গতকাল শনিবার গ্রামে সালিশি সভা বসার কথাও ছিল। তার আগেই 'অভিযুক্ত' বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনা ঘটল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার কামারপাড়া মুকুদিপুর গ্রামে। ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। পুলিশ তাঁদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে একাধিক জায়গায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধর নাম মানিক হেমব্রম। ঘটনার সূত্রপাত গত সোমবার। ওই দিন পাশ্ববর্তী গ্রামে একটি শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিলেন ৮০ বছরের বৃদ্ধ মানিক হেমব্রম। সেসময় রাস্তায় প্রতিবেশী এক বৃদ্ধার হাত ধরেছিলেন বলে বৃদ্ধর বিরুদ্ধে অভিযোগ ওঠে। যা নিয়েই শোরগোল ছড়ায় গ্রামে। ওই বৃদ্ধ বুধবার পর্যন্ত ওই আত্মীয়র বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরে আসেন।

তিনি বাড়ি ফিরে আসার পর বৃহস্পতিবার কয়েকজন প্রতিবেশী ও ওই বৃদ্ধার পরিবারের লোকজন সেখানে চড়াও হন। বৃদ্ধকে ঘর থেকে টেনে বার করে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তারপর থেকে বৃদ্ধ মানিক হেমব্রম বাড়িতেই অসুস্থ ছিলেন। এদিকে ঠিক হয়, গোটা ঘটনা নিয়ে শনিবার ওই এলাকায় শালিসি সভা বসবে। কিন্তু তার আগেই শুক্রবার রাতে ফের বৃদ্ধের উপর হামলা হয়। প্রতিবেশীরা ঘর থেকে বৃদ্ধকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান।

বাঁশ, রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরে বৃদ্ধকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার বালুরঘাট থানায় কমল মুর্মু, শ্যামল মুর্মু, শান্তনা মুর্মু-সহ মোট ছয়জনের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। গোটা ঘটনায় গ্রামে চাপা আতঙ্ক রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিবেশী বৃদ্ধা মহিলার হাত ধরাই ছিল 'অপরাধ'।
  • সেজন্য গতকাল শনিবার গ্রামে সালিশি সভা বসার কথাও ছিল।
  • তার আগেই 'অভিযুক্ত' বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনা ঘটল।
Advertisement