সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির পোলিং এজেন্টকে বেধড়ক নারধর। জল চাইলে মুখে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ। নক্কারজনক ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। অভিযোগের তির শাসকদলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ঠিক কী ঘটেছিল? কেন এহেন আচরণ? বিজেপি সূত্রে খবর, আক্রান্ত যুবক বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। তিনি অত্যন্ত অভাবী পরিবারের ছেলে। তৃণমূল ভোটে জেতার পর ওই যুবকের কাছে পিকনিকের জন্য টাকা চায়। কিন্তু সেই টাকা তার কাছে ছিল না। অভিযোগ, তারই শাস্তিস্বরূপ যুবককে নিয়ে যাওয়া হয় তৃণমূলের কার্যালয়ে। অভিযোগ, সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ওই সময় জল চাইলে তাঁর মুখে প্রস্রাব দেওয়া হয়। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে ওই বিজেপি কর্মীকে। হাসপাতালে শুয়ে ঘটনার কথা জানিয়েছেন তিনি।
[আরও পড়ুন: রাতের অন্ধকারে পুড়ল বিজেপি কর্মীদের ঘর, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দুর]
স্থানীয় বিজেপি নেতাদের কথায়, এই অন্যায়ের জন্য কঠিন শাস্তি চাই। মধ্যযুগীয় বর্বরতা চলছে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি শাসকদলের। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি,ভোটের আগে বা পরে গড়বেতায় কোনও রকম কোনও অশান্তি হয়নি। বিজেপি অপপ্রচার করছে।
