shono
Advertisement

বিজেপির মহিলা প্রতিনিধি দলকে লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান, উত্তেজনা আমতায়

Posted: 09:09 PM Jul 19, 2023Updated: 09:09 PM Jul 19, 2023

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল হাওড়ার জয়পুর থানার কাঁকরোল এলাকার দুই বিজেপি প্রার্থীর বাড়ি-সহ ছ'টি বাড়ি। অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এই অবস্থায় বুধবার মহিলা প্রতিনিধি দল। আক্রান্তদের সঙ্গে দেখা করেন তাঁরা।

Advertisement

বিজেপির সাংসদদের একটি প্রতিনিধি দল বুধবার সকালে কাঁকরোল এলাকায় যান। দলে ছিলেন পাঁচ সাংসদ। তাঁরা হলেন রমা দেবী, কবিতা পাতিদার, অপরাজিতা ষড়ংগী, সন্ধ্যা রায় ও সরোজ পাণ্ডে। এদিকে ওই প্রতিনিধি দলে আসার পথে তাঁদের লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা এই কাজ করেছে। তা নিয়ে সামান্য উত্তেজনাও তৈরি হয়।

[আরও পড়ুন: ভোটারের চেয়েও বেশি ভোটে জয়ী ৩ তৃণমূল প্রার্থী! বিডিও'র কাছে রিপোর্ট তলব বিস্মিত বিচারপতির]

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, পদ্ম শিবিরের সমর্থক হওয়ায় তাঁদের বাড়ি এবং দুই বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন বিজেপি প্রতিনিধিরা। তাঁরা বলেন, "এই গ্রামে দুই মহিলা বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। সেই অপরাধে তাঁদের এবং বিজেপির আরও অনেক কর্মী-সমর্থকদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল।"

প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ। প্রতিনিধি দলের দাবি, "দলীয়ভাবে যতটুকু যা করার করেছি। দিল্লিতে গিয়ে দলের জাতীয় নেতাদের কাছে এই ঘটনার রিপোর্ট দেব।" তৃণমূল প্রথম থেকেই বলে আসছে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এই অগ্নিকাণ্ড।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: প্রেমিকার ঘাড় বাঁকা, বিয়েতে নারাজ পরিবার! নাবালিকাকে সঙ্গে নিয়ে আত্মঘাতী যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement