shono
Advertisement

শাসকদলের বিরুদ্ধে কবিতা লেখায় কবিকে মারধরের অভিযোগ! সরব বিজেপির শিক্ষকমহল

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
Posted: 09:30 PM Jul 28, 2023Updated: 09:34 PM Jul 28, 2023

সঞ্জিত ঘোষ, নদিয়া: শাসকদলের বিরুদ্ধে ফেসবুকে কবিতা পোস্ট করায় এক কবিকে মারধরের অভিযোগ উঠল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শান্তিপুর থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

Advertisement

নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত ডিঙ্গিপোতা এলাকার ঘটনা। জানা গিয়েছে, পেশায় গৃহশিক্ষক এবং নেশায় সংস্কৃতিপ্রবণ কবি কল্লোল সরকার আক্রান্ত হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে। তাঁর অভিযোগ, যে সময় তিনি বাড়ি ফিরছিলেন, তখন তাঁর এলাকার দুই তৃণমূল কর্মী এবং তাঁর সঙ্গে অচেনা বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাঁর উপর চড়াও হন। এমনকী শাসানোও হয় তাঁকে। বলা হয়, বড় বার বেড়েছে! শাসকের বিরুদ্ধে কবিতা লেখা বন্ধ করতে হবে।

[আরও পড়ুন: বউকে বড় ভয়! দেড় বছর পর প্রকাশ্যে এসে জানালেন ‘নিখোঁজ’ ব্যক্তি, হতবাক পুলিশও]

এরপরই তাঁকে ব্যাপক মারধর করা হয়। স্থানীয় এক টোটোচালক কল্লোলবাবুকে উদ্ধার করে শান্তিপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। এরপরই তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে।

যদিও তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি রাজ্য সরকার বা তৃণমূল দলের নামে কিছুই লেখেননি। তবে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে। এটা কবিতার স্বাধীনতা, যেটা থাকা উচিত। এ প্রসঙ্গে অভিযুক্তরা আবার জানিয়েছেন, তাঁরা কবিতা লেখার প্রসঙ্গে কিছুই জানেন না। এমনকী কবিতা নিয়ে কোনও অশান্তিও হয়নি। ব্যক্তিগত ঝামেলা থেকেই এই ঘটনা ঘটেছে। যদিও এতে রাজনৈতিক ছোঁয়া দিয়ে নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সোমনাথ গড়ের দাবি, তৃণমূল বাহিনীর আক্রমণের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না।

[আরও পড়ুন: বিশেষ চপারে মণিপুর যাচ্ছেন INDIA জোটের প্রতিনিধিরা, দলে অধীর চৌধুরী, সুস্মিতা দেব-সহ ২০]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement