shono
Advertisement

নির্বাচনের দাবিতে বিজেপির অভিযান ঘিরে ধুন্ধুমার হাওড়া পুরসভা, লাঠিচার্জ পুলিশের

ঘটনায় আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক৷ The post নির্বাচনের দাবিতে বিজেপির অভিযান ঘিরে ধুন্ধুমার হাওড়া পুরসভা, লাঠিচার্জ পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:41 PM Jun 17, 2019Updated: 01:41 PM Jun 17, 2019

অরিজিৎ গুপ্ত, হাওড়া: পুরনির্বাচনের দাবিতে হাওড়া কর্পোরেশন দখল অভিযান কর্মসূচি বিজেপি যুব মোর্চার৷ আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি পুরসভা চত্বরে৷ অভিযোগ, পুলিশের গার্ডরেল, ব্যারিকেড ভেঙে পুরসভার দিকে এগিয়ে তা দখলের চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ তাঁদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়৷ উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ তা সামাল দিতে জলকামান ব্যবহার এবং লাঠিচার্জ করতে বাধ্য হন পুলিশ কর্মীরা৷ ঘটনায় আহত হন বিজেপির বেশ কয়েকজন কর্মী-সমর্থক৷

Advertisement

[ আরও পড়ুন: এখনও নিখোঁজ জাদুকর, ম্যানড্রেকের খোঁজে গঙ্গাবক্ষে চলছে তল্লাশি ]

বিজেপির দাবি, বেশ কয়েক মাস আগে হাওড়া কর্পোরেশনের পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও, সেখানে নির্বাচন করাচ্ছে না রাজ্য সরকার৷ প্রথমে প্রশাসক বসিয়ে এবং তারপর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করে পুরসভার কাজ পরিচালনা করা হচ্ছে৷ এতে বহু ক্ষেত্রে ব্যাহত হচ্ছে পরিষেবা৷ প্রয়োজন অনুযায়ী পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ৷ নিকাশি, রাস্তার অবস্থা বেহাল৷ওয়ার্ডে কাউন্সিলর না থাকায়, মিলছে না প্রয়োজনীয় সার্টিফিকেটও৷

তাই সোমবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পুরসভা দখল অভিযান করেন যুব মোর্চার কর্মীরা৷ তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা করেছে পুলিশ৷ লাঠিচার্জ করা হয়েছে৷ জল কামান ব্যবহার করা হয়েছে৷ এতে আহত হয়েছেন তাঁদের বহু কর্মী-সমর্থক৷ অন্যদিকে শাসকদলের অভিযোগ, কর্পোরেশন দখল কর্মসূচির মাধ্যমে আসলে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছে বিজেপি৷ জানা গিয়েছে, বিজেপির এই কর্মসূচিকে ঘিরে সোমবার দুপুরে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া কর্পোরেশন চত্বর৷ পুরসভার গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা৷ গার্ডরেল ও ব্যারিকেডের মাধ্যমে প্রথমে তাঁদের বাধা দিতে চেষ্টা করে পুলিশ৷ কিন্তু তাতেও পরিস্থিতির মোকাবিলা করা যায়নি৷ অবশেষে জলকামান ব্যবহারের নির্দেশ দেন আধিকারিকরা৷ চলে লাঠিচার্জ৷ এখনও এলাকার পরিস্থিতি বেশ থমথমে রয়েছে বলেই সূত্রের খবর৷

[ আরও পড়ুন: রমে অন্তর্দ্বন্দ্ব, বনগাঁর পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের ]

প্রসঙ্গত, ৬৬ ওয়ার্ড বিশিষ্ট হাওড়া কর্পোরেশনে ৬২টি ছিল তৃণমূলের দখলে৷ দু’টি করে ওয়ার্ড ছিল বিজেপি ও সিপিএমের দখলে৷ কয়েকমাস আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে হাওড়া কর্পোরেশনের৷ কিন্তু নির্বাচনের রাস্তায় না হেঁটে, পুরসভার কাজ পরিচালনার জন্য সেখানে প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার৷ পুর প্রশাসক হিসাবে বসানো হয় ওই কর্পোরেশনেরই কমিশনার বিজিন কৃষ্ণকে৷ এর কয়েকমাস পর পুর প্রশাসককে সরিয়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করে রাজ্য৷ যার মাথায় বসানো হয় সেই পুর কমিশনারকে৷ সদস্য করা হয় রাজ্যের তিন মন্ত্রী, অরূপ রায়, রাজীব বিশ্বাস ও লক্ষ্মীরতন শুক্লাকে৷ এই বোর্ডই এখন কর্পোরেশনের কাজকর্ম দেখভাল করছে৷

The post নির্বাচনের দাবিতে বিজেপির অভিযান ঘিরে ধুন্ধুমার হাওড়া পুরসভা, লাঠিচার্জ পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement