shono
Advertisement

শেষবেলায়ও কর্তব্যে অনড়, চুরি যাওয়া ৩১টি মোবাইল ফেরালেন বনগাঁর আইসি

সোমবার দায়িত্ব ছাড়ার কথা জনপ্রিয় আইসির। The post শেষবেলায়ও কর্তব্যে অনড়, চুরি যাওয়া ৩১টি মোবাইল ফেরালেন বনগাঁর আইসি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:59 PM Jun 16, 2019Updated: 02:39 PM Jun 17, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: আইসির বদলি নিয়ে শনিবার থেকেই উত্তপ্ত বনগাঁ। বদলি রুখতে শনিবার পথে নেমেছিলেন কয়েক হাজার মানুষ। স্মারকলিপিও জমা দিয়েছিলেন তাঁরা। তাতে কাজ হয়নি। রবিবার ফের পথে নেমেছেন তাঁরা। কারণ নিজেদের পছন্দের মানুষকে হারাতে চাননি কেউ। আর যাওয়ার আগের মুহূর্তেও বনগাঁবাসীর উপকার করতেই দেখা গেল বনগাঁ থানার আইসি সতীনাথ চট্টরাজকে।

Advertisement

[আরও পড়ুন: ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টি, জলমগ্ন মাদারিহাটের বিস্তীর্ণ এলাকা]

গত কয়েকমাস ধরে বনগাঁর বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি যাওয়ার একাধিক অভিযোগ  জমা পড়ে থানায়। মাস তিনেক আগে বিরাটির বাসিন্দা রাখি দাস বনগাঁয় বাপের বাড়ি গিয়েছিলেন। সেখানে রথের মেলায় হারিয়ে গিয়েছিল তাঁর মোবাইল। দত্তপাড়ার শিক্ষক সুব্রত মল্লিক, শক্তিগড়ের বাসিন্দা সঞ্জীব বিশ্বাস সকলেই ফোন হারিয়েছিলেন। অভিযোগ, জানিয়েছিলেন সকলেই। সেই মতো তদন্ত শুরু করে বনগাঁ থানা। উদ্ধার হয় ৩১ টি মোবাইল। থানা ছাড়ার আগে সেই মোবাইল ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন বনগাঁ থানার আইসি। এফআইআর মিলিয়ে খবর দেওয়া হয় অভিযোগকারীদের।        

[আরও পড়ুন: লক্ষ্য রেকর্ড জমায়েত, অভিষেকের নেতৃত্বে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু তৃণমূলের]

থানার ফোন পেয়ে  দ্রুতই সেখানে হাজির হন সকলে। প্রত্যেকেই ভীষণ খুশি। কারও কথায়, “ফোন ফিরে পাব ভাবিনি৷  পুলিশের প্রতি আরও ভরসা বেড়ে গেল।” কেউ আবার ফোন ফেরত পেয়ে ধন্যবাদ জানিয়েছেন বনগাঁ থানার আইসি সতীনাথ চট্টরাজকে৷ শিক্ষক সুব্রত মল্লিকের কথায়, “মোবাইল ফোন হারালে যে ফিরে পাওয়া যায় সেটা ভাবতেই পারিনি৷” নির্দেশ অনুযায়ী সোমবার বনগাঁ থানার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা সতীনাথ চট্টরাজের। কিন্তু সকলের ভালবাসার কাছে কি পরিবর্তন হবে সরকারি সিদ্ধান্ত?  সেই দিকেই তাকিয়ে সকলে।     

The post শেষবেলায়ও কর্তব্যে অনড়, চুরি যাওয়া ৩১টি মোবাইল ফেরালেন বনগাঁর আইসি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement