shono
Advertisement

‘দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই’, যুব মোর্চার নামে পোস্টারে হলদিয়ায় চাঞ্চল্য

তদন্তে পুলিশ, অভিযোগ অস্বীকার বিজেপির৷ The post ‘দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই’, যুব মোর্চার নামে পোস্টারে হলদিয়ায় চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 08:04 PM Sep 24, 2018Updated: 08:06 PM Sep 24, 2018

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ‘দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই’৷ এই হুমকি মাও পোস্টারই ছেয়ে গিয়েছে হলদিয়ার বিস্তীর্ণ এলাকা৷ কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার মূলচক্রী হিসাবে পোস্টারে দায়ী করা হয়েছে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে৷ যুব মোর্চার নামে দেওয়া হয়েছে এই পোস্টার৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়৷ এই পোস্টারের পিছনে কে বা কারা রয়েছেন, তার তদন্ত চেয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই৷ ঘটনার সঙ্গে তাঁদের যোগ অস্বীকার করেছে বিজেপির যুব মোর্চা৷

Advertisement

[সরকারি হোমে অত্যাচারের অভিযোগ, ফিল্মি কায়দায় পালাল ছয় নাবালক]

জানা গিয়েছে, হলদিয়ার মাছবাজার, টাউনশিপ এবং হিট কলেজ-সহ একাধিক এলাকায় এই পোস্টার ছেয়ে গিয়েছে৷ মাওবাদী কায়দায় সাদা কাগজে লাল রং দিয়ে লেখা পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। চলতি মাসেই কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলা হয়৷ ভাঙচুর করা হয় তাঁর গাড়ি৷ ঘটনার সঙ্গে জড়িয়ে যায় তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী নাম। বিজেপি অভিযোগ করে, তমলুকের সাংসদের নেতৃত্বেই রাজ্য সভাপতির উপর হামলা চালানো হয়েছে।

[লাভের হিসেব বোঝেন না, নেশার টানে মূর্তি গড়েন শিলিগুড়ির নয়নজ্যোতি]

সূত্রের খবর, এই ঘটনার পর থেকেই বিজেপির যুব সংগঠনের পক্ষ থেকে ফেসবুকে একের পর হুমকি পোস্ট দেওয়া হয়৷ এমনকী, অধিকারী পরিবারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন বিজেপির যুব সংগঠনের সদস্যরা। এবার সরাসরি হলদিয়াজুড়ে মাওবাদী কায়দায় সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ইতিমধ্যে, বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। শুরু হয়েছে তদন্ত৷ পুলিশের দ্বারস্থ হয়েছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ তিনি জানান, পুলিশ তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। জেলার সুস্থ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করতেই বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেন তিনি৷ যদিও ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব৷

The post ‘দিব্যেন্দু অধিকারীর মুন্ডু চাই’, যুব মোর্চার নামে পোস্টারে হলদিয়ায় চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement