shono
Advertisement

অলীক চক্রবর্তীর মুক্তির দাবিতে ফের অশান্ত ভাঙড়

নকশাল নেতার মুক্তির দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। The post অলীক চক্রবর্তীর মুক্তির দাবিতে ফের অশান্ত ভাঙড় appeared first on Sangbad Pratidin.
Posted: 02:53 PM Jun 01, 2018Updated: 03:08 PM Jun 01, 2018

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনাফের উত্তপ্ত ভাঙড়৷ গাছের গুঁড়ি ফেলে হাড়োয়া রোড অবরোধ করলেন জমি-জীবিকা-পরিবেশ-বাস্তুরক্ষা কমিটির সদস্যরা৷ ধৃত নকশাল নেতা অলীক চক্রবর্তীর মুক্তির দাবিতে শুক্রবার টায়ার জ্বালিয়ে পথ অবরোধে বসে পড়েন শ’দুয়েক গ্রামবাসী৷ পঞ্চায়েত নির্বাচনের পর ভাঙড় জমি আন্দোলনের নেতৃত্বে থাকা নকশালপন্থী গণসংগঠন সিপিআইএমএল (রেড স্টার)-এর সদস্য অলীকের গ্রেপ্তারির ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে৷

Advertisement

[লোকাল ট্রেনের সিটে বসে অচেতন যাত্রী, হাসপাতালে মৃত্যু]

ভাঙড় আন্দোলনের পর রাজ্যে দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর ভিন্ রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যান ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী৷ গতকাল বৃহস্পতিবার রাতে ভুবনেশ্বর হাসপাতাল চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করে ওড়িশা পুলিশ৷ জানা গিয়েছে, লিভারের চিকিৎসা করাতে গিয়ে সিপিআইএমএলের (রেড স্টার) এই নেতা যে ওড়িশায় গিয়েছেন, গোপন সূত্রে সে খবর পেয়েছিল রাজ্য পুলিশ৷ এ রাজ্যের পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অলীক চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পড়শি রাজ্যের পুলিশ৷ আজ ধৃত নেতাকে ওড়িশা আদালতে তোলা হয়েছে৷ অলীককে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে রাজ্য পুলিশ৷ পুলিশের এই আবেদন গৃহীত হলে আজ রাতেই তাঁকে রাজ্যে আনা হবে৷

[ঝড়ে ভেঙেছে কমিউনিটি হল, দিদিমণির বাড়িতেই চলছে সর্বশিক্ষা মিশনের স্কুল]

গত প্রায় দেড় বছর ধরে পাওয়ার গ্রিড প্রকল্পের বিরোধিতা করে ভাঙড়ের জমি কামড়ে বসে ছিলেন অলীক৷ নকশাল এই নেতাকে ধরতে কম কাঠখড় পোড়াতে হয়নি পুলিশকে৷ অলীকের সঙ্গী শর্মিষ্ঠা চৌধুরির নাগাল পেলেও এতদিন তাঁকে ছুঁতেও পারেনি পুলিশ৷ পাওয়ার গ্রিডের বিরোধিতা করে ভাঙড়ের আগুন জ্বালানোর অভিযোগে জমি-জীবিকা-পরিবেশ-বাস্তুরক্ষা কমিটির মুখপাত্র অলীক চক্রবর্তীকে  বিরুদ্ধে ইউএপিএ বা রাষ্ট্রদ্রোহিতা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে রাজ্য পুলিশ৷ জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা৷ কিন্তু, অলীক চক্রবর্তীকে গ্রেপ্তার করা যায়নি৷ পুলিশের দাবি, গত দু’বছর ধরে ভাঙড়ের প্রত্যন্ত গ্রামে আত্মগোপন করেছিলেন তিনি৷ সেখানে অভিযান চালিয়ে নকশাল নেতাকে গ্রেপ্তার করা কার্যত অসম্ভব ছিল৷

The post অলীক চক্রবর্তীর মুক্তির দাবিতে ফের অশান্ত ভাঙড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement