shono
Advertisement

‘আমার ক্ষতি পূরণ হবে না’, ভারতের প্রত্যাঘাতে নিরুত্তাপ শহিদ বাবলু সাঁতরার স্ত্রী

জওয়ানদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। The post ‘আমার ক্ষতি পূরণ হবে না’, ভারতের প্রত্যাঘাতে নিরুত্তাপ শহিদ বাবলু সাঁতরার স্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:46 PM Feb 26, 2019Updated: 04:46 PM Feb 26, 2019

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় স্বামীকে হারিয়েছেন তিনি। মঙ্গলবার ভোররাতে বায়ুসেনার প্রত্যাঘাত নিয়ে নিরুত্তাপ শহিদ বাবলু সাঁতরার স্ত্রীর মিতাদেবী। বরং দেশের বিভিন্ন প্রান্তে জওয়ানদের সুরক্ষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। শহিদ-জায়ার বক্তব্য, ‘আমি প্রতিশোধের পক্ষে নই। শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমার যা ক্ষতি হয়েছে, তা কেউ পূরণ করতে পারবেন না।’ মঙ্গলবার শহিদ বাবলু সাঁতরা বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করলেন সিআরপিএফের আইজি এস রবীন্দ্রন সনক্লন। 

Advertisement

[ শরীরে সোয়াইন ফ্লু-র সংক্রমণ, রিপোর্ট এল রোগীর মৃত্যুর পর!]

১৪ ফ্রেরুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলায় শহিদ হন হাওড়ার বাউড়িয়ার বাবলু সাঁতরা। তাঁর পরিবারকে পাঁচ লক্ষ আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। চাকরিও পাবেন নিহত জওয়ানের স্ত্রী মিতা সাঁতরা। কিন্তু, চাকরি কিংবা টাকা বিনিময়ে কি আর স্বামীকে হারানোর দুঃখ ভোলা যায়! মঙ্গলবার পাক-অধিকৃত কাশ্মীরে বায়ুসেনার জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার খবরেও কোনও উৎসাহই নেই শহিদ বাবলু সাঁতরার স্ত্রী মিতাদেবীর। তাঁর প্রতিক্রিয়া, ‘দেশের নাগরিকদের স্বার্থে সরকার যদি মনে করে পাকিস্তানকে গুড়িয়ে দেবে, তাহলে দিক। আমার তাতে কোনও উৎসাহ নেই। আমি চাই, দেশের সর্বত্র জওয়ানরা যথাযথ নিরাপত্তা পান।’ মিতা সাঁতরার অভিযোগ, সেনাবাহিনী ও দেশের নিরাপত্তাবাহিনী জওয়ানদের সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও মাথাব্যাথা নেই। পুলওয়ামায় সিআরপিএফের যে কনভয়ে জঙ্গি হামলা হয়েছে, সেই কনভয়ে আইইডি জ্যামার লাগানো যেত। যাতায়াতের পথে জওয়ানদের কতটা সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে সরকার ভাবিত নয়। তাঁর প্রশ্ন, ‘পুলওয়ামায় জঙ্গি হামলার পর শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত জওয়ানদের এয়ার লিফটিং বা আকাশপথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে সরকার। কিন্তু তাতে কি দেশের সবজায়গায় জওয়ানরা সুরক্ষিত থাকবেন? আর যদি যুদ্ধ হয়, তাহলে তো আরও মায়ের কোল খালি হবে।’

এদিকে মঙ্গলবার শহিদ বাবলু সাঁতরার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে চাকরির প্রস্তাব দিয়েছেন সিআরপিএফের আইজি। মিতা সাঁতরাকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকারও। তবে চাকরির বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছেন মিতা সাঁতরা।

দেখুন ভিডিও:

The post ‘আমার ক্ষতি পূরণ হবে না’, ভারতের প্রত্যাঘাতে নিরুত্তাপ শহিদ বাবলু সাঁতরার স্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement