shono
Advertisement

চৌবাচ্চায় বন্দি অদ্ভুতদর্শন বিরল জীব, ওদলাবাড়িতে হইচই  

আরেক বাড়ি থেকে উদ্ধার 'কালনাগিনী' সাপ। The post চৌবাচ্চায় বন্দি অদ্ভুতদর্শন বিরল জীব, ওদলাবাড়িতে হইচই   appeared first on Sangbad Pratidin.
Posted: 12:39 PM Apr 21, 2018Updated: 01:12 PM Apr 21, 2018

অরূপ বসাক, মালবাজার: অদ্ভুতদর্শন এক বিরল প্রাণীকে ঘিরে হইচই মালবাজার মহকুমার ওদলাবাড়িতে। শনিবার, তিস্তা ব্যারাজের একটি কোয়ার্টারে দেখা মিলেছে প্রাণীটির। বাড়িটির চৌবাচ্চায় আটকে পড়েছে জীবটি। দেখতে বেজির মতো হলেও আদতে সেটি কী তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে।

Advertisement

[মহিলাকে জখম করে খাঁচাবন্দি চিতা, লালগড়ের ঘটনা এড়াল শিলিগুড়ি]

স্থানীয়রা জানিয়েছেন, পাশের ঝোপ জঙ্গল থেকে প্রাচীর টপকে ওই কোয়ার্টারে ঢুকে থাকতে পাড়ে প্রাণীটি। খাবারের সন্ধানেই লোকালয়ে এসেছিল ওই জীবটি বলে অনুমান করা হচ্ছে। তবে কোনওভাবে গভীর চৌবাচ্চায় পড়ে যায় সেটি। সেখানেই আটকে পড়ে প্রাণীটি। বেজির মতো দেখতে প্রাণীটির ছুঁচোল দাঁত রয়েছে। মানুষ দেখলেই কামড়াতে আসছে সেটি। আপাতত প্রাণীটির পাহারা রয়েছেন স্থানীয়রা। বনকর্মীদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলেই প্রাণীটিকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে। তবে প্রাণীটি কী তা কেউই বলতে পারছে না। খবর ছড়িয়ে পড়তেই জীবটিকে দেখার জন্য জমা হচ্ছে মানুষ। এদিকে অন্য একটি ঘটনায় ওদলাবাড়ির সুভাষ পল্লীর একটি বাড়ির সিলিং থেকে উদ্ধার হয় একটি কালনাগিনী সাপ। প্রকৃতিপ্রেমী আশিক আলি এসে সাপটিকে উদ্ধার করেন। তারপর সেটিকে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে।

উল্লেখ্য, গত বুধবার দিঘার মন্দারমণিতে দেখা পাওয়া গিয়েছিল এক বিরল প্রজাতির কচ্ছপের। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে কচ্ছপটি। অদ্ভুতদর্শন প্রাণীটিকে সমুদ্রতটে নিয়ে চলে আসেন তাঁরা। বেশ কিছুক্ষণ স্থলভূমিতে রাখার পর, কচ্ছপটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ওই কচ্ছপটি আসলে লেদার টি ট্রাইটল।

[খড়দহে শুটআউট! প্রকাশ্যে ইমারতি ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা]

The post চৌবাচ্চায় বন্দি অদ্ভুতদর্শন বিরল জীব, ওদলাবাড়িতে হইচই   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার