shono
Advertisement
Nagrakata

পুজো পেরিয়ে বড়দিন, প্রতিশ্রুতির পরও মেলেনি বেতন-বোনাস! নাগরাকাটায় বিক্ষোভ চা শ্রমিকদের

২০ শতাংশ বোনাস ও বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মালিক কর্তৃপক্ষ!
Published By: Subhankar PatraPosted: 06:32 PM Dec 13, 2025Updated: 06:32 PM Dec 13, 2025

অরূপ বসাক, মালবাজার: দুর্গাপুজোর পেরিয়ে বড়দিন। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা-বাগানের শ্রমিকরা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়েছেন! মেলেনি দীর্ঘ দিনের বকেয়া বোনাস ও মজুরি। সেই প্রতিবাদে শনিবার সকালে বাগান ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ শ্রমিকদের। সুরাহা না মেলায় কাজ বন্ধ করে দিলেন তাঁরা।

Advertisement

অনুপ, বিনোদ ওড়াওদের দাবি, মাসখানেক আগে শিলিগুড়ির শ্রমিক ভবনে মালিক পক্ষ ও শ্রমিকদের বৈঠক হয়। সেখানে ২০ শতাংশ বোনাস ও বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মালিক কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি, মালিকপক্ষ জানিয়েছিলেন বাগান খুললে ১৮ নভেম্বরের মধ্যে তাঁদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। সেই মতো ১৭ নভেম্বর থেকে কাজে যোগ দেন তাঁরা।

কিন্তু নভেম্বর শেষ হয়ে প্রায় ১ মাস হতে এলেও বেতন ও ২০ শতাংশ হারে বোনাস তাঁরা পাননি বলে অভিযোগ শ্রমিকদের। মালিকপক্ষ কোনও প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে ক্ষোভ  ফুঁসছেন শ্রমিকরা।

দুর্গাপুজোর পর পেরিয়ে গিয়েছে কয়েকমাস। সামনেই বড়দিন। বলতে গেলে বছরের শেষ উৎসব। এই আবহে তাঁদের অর্থ সংকটের মধ্যে কাটাতে হবে তা মেনে নিতে পারছেন না শ্রমিকরা। তারই প্রতিবাদে আজ, শনিবার সকালে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না তাঁদের সমস্ত পাওনাকড়ি মেটানো হচ্ছে, ততক্ষণ তাঁরা কাজে যোগ দেবেন না। এব্যাপারে বাগান কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুর্গাপুজোর পেরিয়ে বড়দিন। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা-বাগানের শ্রমিকরা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়েছেন!
  • মেলেনি দীর্ঘ দিনের বকেয়া বোনাস ও মজুরি।
  • সেই প্রতিবাদে শনিবার সকালে বাগান ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ শ্রমিকদের।
Advertisement