সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েতে বোর্ড গঠনে অশান্তি ছড়াতে পারে। সেই আশঙ্কায় ভাঙড়ে নতুন করে জারি হল ১৪৪ ধারা। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে ১৩ তারিখ মধ্যরাত পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে। বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায়-দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভাঙড়ের একাধিক জায়গায় শাসক-বিরোধী সংঘর্ষ বেঁধেছে। প্রাণ গিয়েছে একাধিক রাজনৈতিক কর্মীর। মোট ৬ জনের মৃত্যু হয়েছিল। ভোটের ফলপ্রকাশের রাতে গুলিবিদ্ধ হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। ভাঙড় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
[আরও পড়ুন: ‘চিত্ত যেথা ভয়যুক্ত’, ভোটসন্ত্রাস নিয়ে ফের রাজ্যকে খোঁচা রাজ্যপালের]
পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে আবারও এলাকায় যাতে উত্তেজনা না ছাড়ায় সেজন্য আগেভাগেই ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। জমায়েত দেখলেই তড়িঘড়ি ছুটে যাচ্ছে পুলিশ। মুহুর্তের মধ্যে জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে। অশান্তি এড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল ভাঙড়ে বেশকিছু থানা কলকাতা পুলিশের অধীনস্থ করার জন্য কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়ায় এখনও সুসম্পন্ন হয়নি। এবার অশান্তি এড়াতে ফের ১৪৪ ধারা জারি করা হল ভাঙড়ে।
