সুব্রত বিশ্বাস: হাসনাবাদ থেকে প্রিন্সেপ ঘাটগামী লোকাল ট্রেনে উদ্ধার কাটামুণ্ডু। ট্রেনের কামরায় রক্তমাখা একটি ঝুড়ি দেখতে পেয়ে রেল পুলিশের কাছে ফোনে বিষয়টি জানান কয়েকজন যাত্রী। তারপর সকাল ১০টা নাগাদ বারাসত স্টেশনে পুলিশ ঝুড়িটি খুলে একটি পুরুষের কাটা মুন্ড উদ্ধার করে। পলিথিনের ব্যাগে মুড়ে রাখা হয়েছিল মাথাটি। এই ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
[আরও পড়ুন: মুরগির মাংসও আমজনতার নাগালের বাইরে! সরকারের দ্বারস্থ পোলট্রি ব্যবসায়ীরা]
পুলিশ সূত্রে খবর, যে পলিথিন ব্যাগগুলিতে মাথাটি জড়িয়ে রাখা হয়েছিল তার একটি ভাটপাড়া অঞ্চলের এক জুতোর দোকানের। অপরটি ব্যাগটি হালিশহরের এক দরজির দোকানের। এই সূত্র মেলার সঙ্গে সঙ্গেই ভাটপাড়া, জগদ্দল, বীজপুর ও নৈহাটি থানার সঙ্গে যোগাযোগ করে রেল পুলিশ। জানা যায়, আগেই কাঁকিনাড়ায় রেল লাইন থেকে প্রায় ১০০ মিটার দূরে এক যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধার করেছিল পুলিশ। ফলে এদিন ট্রেনে উদ্ধার হওয়া মাথাটি ওই যুবকের হতে পারে বলে প্রাথমিক মনে করছে পুলিশ। যদিও ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের পরই বিষয়টি স্পষ্ট হবে।
তদন্তকারীরা মনে করছেন, ভাটপাড়ায় চলা রাজনৈতিক হিংসার জেরে ওই যুবককে হত্যা করা হয়। তারপর প্রমাণ লোপাট করতে দেহ থেকে মাথা কেটে ফেলা হয়। এবং সড়কপথে বসিরহাটের দিকে মাথাটি নিয়ে গিয়ে লোপাট করার চেষ্টা করা হয়। কোনও কারণে সেই চেষ্টা বিফল হলে, দুষ্কৃতীরা লোকাল ট্রেনে মাথাটি ফেলে পালিয়ে যায়।
[আরও পড়ুন: বীরভূমে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে ট্রেনে তাণ্ডব দুষ্কৃতীদের, যাত্রীদের বেধড়ক মার]
The post আলাদা জায়গায় মিলল ধড়-মুন্ডু, লোকাল ট্রেনে দেহাংশ উদ্ধারে ভাটপাড়া যোগ appeared first on Sangbad Pratidin.
