মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: মাঠের ধারে প্রোমোটারের বাড়ি নির্মাণ ঘিরে সমস্যা। আর তার জেরে মঙ্গলবার সকালে অগ্নিগর্ভ হয়ে উঠল হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া এলাকা। শুটআউট (Shootout), বোমাবাজিতে আহত বেশ কয়েকজন। অশান্তির খবর পেয়ে এলাকায় পৌঁছয় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অশান্তি রুখতে ঘটনাস্থলে রয়েছে র্যাফ (RAF)। পরিস্থিতি আপাতত থমথমে। ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিলীপ চোঙদার নামে এক ব্যক্তির বাড়ি দীপা ইমামতলা এলাকায়। বাড়ির পাশে একটি খেলার মাঠ রয়েছে। সেখানে এলাকার ছেলেরা খেলাধূলা করে। অভিযোগ, ওই ব্যক্তি আরও কিছু জমি দখল করতে চাইছিলেন এবং তৈরি হওয়া বাড়ির একটি বড় ভেন্টিলেটর (Ventilator) তৈরির পরিকল্পনা করেন। এই নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরেই ছিল দু’পক্ষের মধ্যে। প্রায়ই অশান্তি হতো। দিলীপ ঢোঙদার বড় ভেন্টিলেটর করতে চাইছিলেন আর এলাকাবাসী সেটা করতে দিতে চাইছিলেন না।
[আরও পড়ুন: INDIA জোটকে ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা! মোদির মন্তব্যে তুঙ্গে বিতর্ক]
মঙ্গলবারও এনিয়ে উত্তেজনা বাড়তে থাকে। অভিযোগ, সেসময় গ্রামবাসীদের লক্ষ্য করে দিলীপের ঘনিষ্ঠরা বোমাবাজি করে, গুলি ছোঁড়ে। পালটা ইটবৃষ্টি হয় গ্রামবাসীদের তরফে। সংঘর্ষের জেরে কয়েকজন সাধারণ গ্রামবাসী আহত হন। যদিও বাড়ির মালিক তথা প্রোমোটার দিলীপ চোঙদার বলেন, ”আমি নিজের জায়গায় সব কিছু করছি। পঞ্চায়েত, জেলা পরিষদের অনুমতি রয়েছে। তা সত্ত্বেও অন্যায়ভাবে আমার কাজে বাধা দিচ্ছে গ্রামবাসীরা। এদিন আমার লোকেরা কাজ করছিল। তাঁদের মারধর করা হয়, সিমেন্ট, বালি মাখাতে দেওয়া হয়নি। এলাকার কয়েকজন সমস্যার সমাধানে এগিয়ে এলে তাঁদেরকেও মারধর করা হয়। তার ফলে আরও গোলমাল বাঁধে। গুলি, বোমা গ্রামবাসীরাই আমাদেরকে লক্ষ্য করে ছুঁড়েছে।”
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নয়া নিরাপত্তা উপদেষ্টা কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি, মন্ত্রিসভায় মিলল অনুমোদন]
জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ইব্রাহিমের বক্তব্য, ”ঘটনাটি ঘটেছে বাড়ির ভেন্টিলেটর তৈরিকে কেন্দ্র করে। ওই ব্যক্তি বড় ভেন্টিলটর করতে চেয়েছিলেন। তাই নিয়ে বিরোধ ছিল। আমি বহুবার গিয়ে ঝামেলা মিটিয়ে দিয়েছিলাম। ওকে বলেছিলাম, ছোট ভেন্টিলেটর করতে। কিন্তু কেন সে বড় ভেন্টিলেটর করতে চাইছিল, সেটা বুঝতে পারছি না। প্রশাসনিকভাবে আমরা ফের দু’পক্ষকে নিয়ে বসব। সমস্যা মেটানোর চেষ্টা করব।” গ্রামবাসীদের অভিযোগ, ওই প্রোমোটার নিজে বাড়ির জন্য অন্যের জমিরও দখল নিচ্ছিলেন। তাই এত ঝামেলা।