shono
Advertisement

মাটির তলা থেকে বেরোচ্ছে গ্যাস! আতঙ্ক ছড়াল দুর্গাপুরের কাঁকসায়

গ্যাসের প্রভাবে মারা যাচ্ছে সাপ-ব্যাঙের মতো প্রাণী, দাবি স্থানীয়দের। The post মাটির তলা থেকে বেরোচ্ছে গ্যাস! আতঙ্ক ছড়াল দুর্গাপুরের কাঁকসায় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:18 PM May 04, 2019Updated: 08:18 PM May 04, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ল্যাম্প পোস্টের নিচ থেকে বেরোচ্ছে গ্যাস ও ধোঁয়া! মারা যাচ্ছে সাপ ও ব্যাঙ। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল দুর্গাপুরের কাঁকসায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিডিও সুদীপ্ত ভট্টাচার্য ও গলসির বিধায়ক অলোক মাঝি। শেষ খবর অনুযায়ী, এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ল্যাম্প পোস্টটি মেরামতির কাজ চলছে।

Advertisement

[ আরও পড়ুন: ফণী আতঙ্কের মাঝেই জামুরিয়ায় ত্রাস টর্নেডো, স্বচক্ষে ঘূর্ণাবর্ত দেখলেন এলাকাবাসী]

শনিবার সকালে কাঁকসার পানাগড় রেলপাড় এলাকার বাসিন্দারা দেখেন, এলাকার একটি ল্যাম্প পোস্টের নিচ থেকে গ্যাস ও ধোঁয়া বেরোচ্ছে। গ্যাসের কটূগন্ধে ভরে গিয়েছে চারপাশ। ওই ল্যাম্প পোস্টের নিচে দিয়ে আবার চলে গিয়েছে একটি নিকাশি নালা। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিকাশি নালা দিয়ে সাপ, ব্যাঙ ও ছোটখাট প্রাণী যখনই পোস্টের কাছে আসছিল, তখন ছটফট করে মারা যাচ্ছিল। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রশাসন ও দমকলকেও খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যান কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য ও গলসির বিধায়ক অলোক মাঝি। বিদ্যুৎ দপ্তরে খবর দেন বিডিও। এখনও পর্যন্ত যা খবর, কাঁকসার পানাগড় রেলপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। ল্যাম্প পোস্টটি মেরামতি কাজ চলছে।

কিন্তু ল্যাম্প পোস্টের নিচ থেকে কেন গ্যাস ও ধোঁয়া বেরোচ্ছিল? কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য বলেন, ল্যাম্প পোস্টের নিচে মাটির তলায় সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিদ্যুৎ দপ্তর মেরামতি কাজ করছে। তবে কারণ যাই হোক না কেন, ল্যাম্প পোস্টে নিচে থেকে গ্যাস বেরনোর ঘটনায় রীতিমতো আতঙ্কিত কাঁকসার পানাগড় রেলপাড় এলাকার বাসিন্দারা।

দেখুন ভিডিও:

ছবি: উদয়ন গুহরায়

The post মাটির তলা থেকে বেরোচ্ছে গ্যাস! আতঙ্ক ছড়াল দুর্গাপুরের কাঁকসায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement