shono
Advertisement

বৃদ্ধা মাকে চুলের মুঠি ধরে মারধর মদ্যপ ছেলের, ঝাড়গ্রামের ঘটনায় সমালোচনার ঝড়

গর্ভের লজ্জা! The post বৃদ্ধা মাকে চুলের মুঠি ধরে মারধর মদ্যপ ছেলের, ঝাড়গ্রামের ঘটনায় সমালোচনার ঝড় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:38 PM Jul 08, 2018Updated: 06:08 PM Jul 08, 2018

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ছেলে নিজের মায়ের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তার মা আর্ত চিৎকার করছেন। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকবছর ধরে এভাবেই মাকে মারধর করে মদ্যপ ছেলে ও বউ। সোশ্যাল মিডিয়ায় ছেলের কুকীর্তির ভিডিও ভাইরাল হতেই উঠেছে সমালোচনার ঝড়৷

Advertisement

[পাড়ুই গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার পাঁচ, এখনও অধরা মূল অভিযুক্ত]

ঘটনা ঝাড়গ্রাম শহরের তিন নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার। অভিযুক্ত গণেশ পাত্র ও তার স্ত্রী গীতার দুই ছেলে, মেয়ে নিয়ে সংসার৷ সেখানেই থাকেন প্রায় পঁয়ষট্টি বছর বয়সী কুন্টি পাত্র। গণেশ তেমন কোন কাজ করে না। তার স্ত্রী বাড়ি বাড়ি রান্নার কাজ করেন। গণেশের বৃদ্ধা মা কেটারিংয়ে জোগাড়ের কাজ করেন। গণেশ ও তার স্ত্রীর নির্মম অত্যাচারের খবর পৌঁছয় পুলিশের কাছে৷ শুধু মাকে মারধরই নয়, প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদের পালটা মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখায় বলে অভিযোগ৷

[যাত্রী সেজে গাড়ি লুটের চেষ্টা, বর্ধমান যাওয়ার পথে চালককে খুন ৪ দুষ্কৃতীর]

শনিবার দুপুরের পর থেকে সোশ্যাল মিডিয়ায় কুন্টি দেবীকে মারধরের ভিডিও ভাইরাল হয়ে যায়৷ চারিদিকে হইচই শুরু হয়। রাতেই পুলিশ ঘটনার তদন্ত করতে শক্তিনগর গ্রামে গিয়ে পৌঁছয়। শুরু হয় প্রতিবেশীদের জেরা৷ স্থানীয়দের সঙ্গে কথা বলে গণেশের খোঁজখবর নেয় পুলিশ৷ কিন্তু পুলিশ আসার আগেই স্ত্রী ও সন্তানদের নিয়ে অভিযুক্ত গণেশ পাত্র বাড়ি ছেড়ে চলে যায়৷ ওই বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছেন গণেশের মা৷ অভিযুক্তদের খুব শীঘ্রই গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে ঝাড়গ্রাম থানার পুলিশ৷

The post বৃদ্ধা মাকে চুলের মুঠি ধরে মারধর মদ্যপ ছেলের, ঝাড়গ্রামের ঘটনায় সমালোচনার ঝড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement