shono
Advertisement

গেরুয়া শিবিরের ‘ভেট’? মুকুলের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রের

দ্রুতই কি পদ্মে ফুটবেন মুকুল? The post গেরুয়া শিবিরের ‘ভেট’? মুকুলের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:14 PM Oct 19, 2017Updated: 07:44 AM Oct 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুকুল রায়ের বিজেপিতে যোগদানের জল্পনা আরও একদফা বাড়ল। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, মুকুল রায়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। দিল্লি বা কলকাতা, মুকুল রায় যেখানেই থাকুন না কেন, তাঁর জন্য মোতায়েন থাকবে বিশেষ নিরাপত্তারক্ষী। সূত্রের খবর, দিল্লিতে থাকলে মুকুল রায় সর্বক্ষণের জন্য একজন স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রধারী ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পাবেন। কলকাতায় এলে তাঁকে চার জন নিরাপত্তারক্ষী-সহ ‘এসকর্ট কার’ দেওয়া হবে। গেরুয়া শিবিরের কাছাকাছি আসার জন্যই কি মুকুলকে এই ‘ভেট’ কেন্দ্রের, উঠছে প্রশ্ন।

Advertisement

[জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল ছাড়লেন মুকুল]

দুর্গাপুজোর আগেই রাজ্যের দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা ছাড়েন রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ। আর তার কয়েকদিন পরই তৃণমূলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দেন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য হলেও দলের মধ্যে তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই অভিযোগে সরব হন একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সম্মান বজায় রাখতে রাজ্য সরকার তাঁর পুলিশি নিরাপত্তা তুলে নেওয়ার আগে তিনি নিজেই জেড ক্যাটেগরির নিরাপত্তা বলয় ছাড়েন বলে জানিয়েছিলেন মুকুল ঘনিষ্ঠরা। দল তাঁকে অন্ধকারে রেখে দলের সহ-সভাপতি, স্ট্যান্ডিং কমিটি-সহ একাধিক পদ থেকে সরিয়ে দেয় বলে ক্ষোভ চেপে রাখেননি মুকুল। তৃণমূলের সঙ্গে মুকুলের দূরত্ব যতই বাড়ছিল, ততই গেরুয়া শিবিরের কাছাকাছি আসছিলেন মুকুল। শোনা যায়, দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরুণ জেটলি, অমিত শাহর সঙ্গে বৈঠক করেন মুকুল। তবে আকার-ইঙ্গিতে বিজেপির শীর্ষ নেতারা মুকুলের বিজেপি যোগদানের জল্পনা উসকে দিলেও প্রকাশ্যে কেউই এখনও স্পষ্ট করে কিছু বলছেন না।

[মুকুলকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল]

তবে একথা ঠিক, যে এ রাজ্যে বিজেপি কর্মীদের মধ্যে মুকুল রায়ের যোগদানকে ঘিরে উৎসাহ তুঙ্গে। তাঁরা চাইছেন, রাজ্য বিজেপিকে অক্সিজেন জোগাতে মুকুলের মতো একজন সাংগঠনিক নেতা এ রাজ্যের নেতৃত্ব দিক। তৃণমূল ত্যাগ করে আসা একদা মমতা-ঘনিষ্ঠ মুকুলকে এ রাজ্যের মাথা করে সারদা-নারদার মতো ইস্যুতে ঘাসফুলের বিরুদ্ধে ‘অল-আউট’ ঝাঁপাতে চায় পদ্ম শিবির। মুকুল বিজেপি চলে এলে তাঁর অনুগামীরাও ধীরে ধীরে গেরুয়া শিবিরের দিকে ঝুঁকতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিজে যেভাবে মুকুলবাবুকে নিয়ে তৎপর হয়েছেন, তাতে অনেকেই মনে করেছেন দ্রুতই বড় কোনও ঘোষণা হতে পারে। কিন্তু অমিত শাহ এখন গুজরাট নিয়ে ফের ব্যস্ত হয়ে পড়েছেন। দীপাবলির পর তিনি দিল্লি ফিরবেন। তারপরই সম্ভবত মুকুল রায়ের বিজেপিতে যোগদানের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আগামী ২৪ অক্টোবর বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনের ডাকে দিয়েছেন। তাঁর সঙ্গে ওই বৈঠকে থাকার কথা রয়েছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়রও। সেই সভাতেই সম্ভবত স্পষ্ট হয়ে যাবে কবে পদ্মে ফুটবেন মুকুল!

[কালীপুজোতেও প্রবল বৃষ্টির আশঙ্কা, ছয় জেলায় জারি সতর্কতা]

The post গেরুয়া শিবিরের ‘ভেট’? মুকুলের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement