shono
Advertisement

এবার রাজ্য সরকারি কর্মীদের বেতনের একটা অংশ নগদে

এই সুযোগ নিতে চাইলে কী করতে হবে, জেনে নিন ক্লিক করে! The post এবার রাজ্য সরকারি কর্মীদের বেতনের একটা অংশ নগদে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:42 PM Nov 22, 2016Updated: 09:12 AM Nov 22, 2016

স্টাফ রিপোর্টার: রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের ডিসেম্বর মাসের বেতনের একটি অংশ নগদ অগ্রিমে পাবেন৷ ‘গ্রুপ সি’ ও ‘গ্রুপ ডি’ কর্মীরাই এই সু‌যোগ পাবেন৷ সোমবার নবান্ন থেকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্রুপ সি’ ও ‘গ্রুপ ডি’ ভুক্ত কর্মী যেমন শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা পঞ্চায়েত ও স্বশাসিত সংস্থার কর্মীরা অগ্রিম বেতন হিসাবে ৫ হাজার টাকা নগদে পাবেন৷ সিভিক ভলান্টিয়ার, চুক্তিভুক্ত কর্মী ও ঠিকা কর্মীরা তাঁদের মাইনের ২ হাজার টাকা নগদে পাবেন অগ্রিম হিসাবে৷
যে সব কর্মীরা নগদ অর্থে অগ্রিম বেতন নেওয়ার সুযোগ পেতে চান তাঁদের বিভাগীয় ডিডিও (ড্রয়িং অ্যান্ড ডিসবারসিং অফিসার)-এর কাছে আগামী ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে৷ পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের প্রেক্ষিতে কর্মীদের অসুবিধা যাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ সরকারি কর্মীদের নগদে অগ্রিম বেতন পেতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থ দফতর জরুরি ভিত্তিতে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে৷ তারপরই এই সিদ্ধান্ত৷

Advertisement

The post এবার রাজ্য সরকারি কর্মীদের বেতনের একটা অংশ নগদে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement