shono
Advertisement

‘অশান্তিতে জড়িও না’, বাবার পরামর্শে বীজপুরের বাইরে বেরলেন না শুভ্রাংশু

সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফুটে উঠল বাবা-ছেলের সম্পর্কের রসায়ন। The post ‘অশান্তিতে জড়িও না’, বাবার পরামর্শে বীজপুরের বাইরে বেরলেন না শুভ্রাংশু appeared first on Sangbad Pratidin.
Posted: 06:21 PM May 06, 2019Updated: 06:32 PM May 06, 2019

শুভময় মণ্ডল, বারাকপুর: পঞ্চম দফা ভোটে রাজ্যের ৭ কেন্দ্রের মধ্যে বারাকপুর কেন্দ্রে অর্জুন-দীনেশ লড়াইয়ের বাইরে আর একজনের দিকেও কিন্তু নজর ছিল রাজনৈতিক মহলের৷ তিনিও আরেক ভোট সেনাপতি৷ এখানে আবার রাজনীতিটা পারিবারিকও বটে৷ বাবা একদলের বড় মাপের নেতা৷ ছেলে প্রতিদ্বন্দ্বী দলের বিধায়ক৷ সারাবছর বাবা-ছেলের রাজনৈতিক লড়াই জারি থাকলেও, লোকসভা ভোটের দিন দ্বন্দ্ব ছাপিয়ে উঠে এল পিতৃস্নেহ৷ ভোটের দিন কোনও অশান্তিতে না জড়ানোর পরামর্শ দিয়ে ছেলে শুভ্রাংশুকে পথ দেখালেন বাবা মুকুল রায়৷

Advertisement

[ আরও পড়ুন: টানা ৫৯ দিন বন্ধ থাকবে স্কুল, ছুটি কমানোর দাবিতে সরব পড়ুয়ারা]

পিতা একসময়ে বারাকপুর শিল্পাঞ্চলের বীজপুর, হালিশহর এলাকায় তৃণমূল সংগঠন তৈরি করেছিলেন৷ দক্ষ সংগঠক হিসেবে পালন করেছিলেন বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ হয়ে উঠেছিলেন দলের বড় এক ভরসার পাত্র৷ ততদিনে ছেলে শুভ্রাংশুও বাবার দেখাদেখি রাজনীতিতে চলে এসেছেন৷ ভোটে লড়াই করে বীজপুরের বিধায়কও হয়েছেন৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছু৷ মুকুল রায়ের জীবনে বদলে গিয়েছে রাজনৈতিক পরিচয়৷ একদা তৃণমূলের সাধারণ সম্পাদক, প্রাক্তন সাংসদ এখন গেরুয়া শিবিরের বড় মুখ৷  বাংলায় তৃণমূলের শক্তিক্ষয় এবং বিজেপির উত্থানের গুরু দায়িত্ব তাঁর কাঁধেই অর্পিত৷ আর সেখানেই জল্পনা উসকে উঠেছে, তবে কি ছেলেকেও নিজের শিবিরে টানতে চলেছেন মুকুল রায়?

জল্পনা ছিল হাজারও৷ শোনা যাচ্ছিল, বাবার পথে ফের হাঁটবেন শুভ্রাংশু৷ দলবদলের জন্য তিনি কয়েকটি শর্ত রেখেছেন৷ তা পূরণ করা হলেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাবেন মুকুলপুত্র৷ লোকসভার আগেই হয়ত চূড়ান্ত হতে পারে দলত্যাগের বিষয়টি৷ কিন্তু বাস্তবে এসব জল্পনার কার্যকর না হওয়ায় ভোটের দিন ঠিক কী ভূমিকায় দেখা যাবে শুভ্রাংশু রায়কে, নজর ছিল সেদিকে৷ সোমবার বীজপুরে শুভ্রাংশুর অফিসে গিয়ে দেখা গেল, নিজের দায়িত্ব তিনি পালন করছেন যথাযথভাবেই৷ সংবাদ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানালেন, বারাকপুরের ৭ বিধানসভা কেন্দ্রের মধ্যে এবারও বীজপুর থেকেই সবচেয়ে বেশি লিড পাবেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী৷ এবিষয়ে তাঁর কোনও সন্দেহ নেই বলেই জানালেন৷ ২০১৪ সালেও এই বীজপুর কেন্দ্র থেকেই সবচেয়ে বেশি ভোটের লিড পান দীনেশ ত্রিবেদী৷ অশান্তির খবর শুনে বললেন, বীজপুরের বাইরে কী হচ্ছে, তিনি জনেন না৷ নিজের কেন্দ্রের কাজেই তিনি মনোনিবেশ করেছেন৷

[ আরও পড়ুন: ভোটের দিন দাপাদাপিই সার, বারাকপুরে লক্ষ্যভেদ কঠিন অর্জুন সিংয়ের]

কথায় কথায় এল বাবা মুকুল রায়ের প্রসঙ্গ৷ শুভ্রাংশু জানালেন, ‘রাতে ফোন করেছিলেন বাবা৷ বলেছেন, আজ আমি বাবা হয়ে কথা বলছি৷ ভোটের দিন কোনও অশান্তির মধ্যে জড়াবে না৷’ বলার সময় যেন একটু কেঁপে গেল শুভ্রাংশুর গলা৷ বাবার প্রতি ভালবাসা, শ্রদ্ধার প্রকাশে যেন পিছুটান হয়ে দাঁড়াচ্ছে রাজনীতির দ্বন্দ্ব৷ নিজের দায়িত্ব তিনি পালন করলেন হয়ত৷ কিন্তু বাবার পাশে না থাকাটা কি বিদীর্ণ করল তাঁকে? মুখ দেখে অন্তত তা বোঝার উপায় নেই৷

The post ‘অশান্তিতে জড়িও না’, বাবার পরামর্শে বীজপুরের বাইরে বেরলেন না শুভ্রাংশু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement