shono
Advertisement
Balurghat

আত্রেয়ীতে তলিয়ে বাংলাদেশে পৌঁছে যায় বালুরঘাটের পড়ুয়া! ফ্ল্যাগ মিটিংয়ের পর দেহ পেল পরিবার

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ফ্ল্যাগ মিটিংয়ের পর দেহ পায় বালুরঘাট থানা।
Published By: Subhankar PatraPosted: 06:20 PM Aug 12, 2025Updated: 06:20 PM Aug 12, 2025

রাজা দাস, বালুরঘাট: রবিবার আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় দ্বাদশের এক পড়ুয়া। দেহ মিলল বাংলাদেশে। দু'দেশের ফ্ল্যাগ মিটিংয়ের পর আজ, মঙ্গলবার দেহ ফিরল বালুরঘাটে। দেহ পাওয়ার পরই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Advertisement

গত রবিবার তিনবন্ধু মিলে বালুরঘাটে আত্রেয়ী নদীতে স্নান করতে নেমেছিল। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে দুকূল ভরে রয়েছে নদীর। স্নানের সময় নদীতে তলিয়ে যায় কৃতিমান বর্মন নামে এক কিশোর। সে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির পড়ুয়া। স্পীডবোর্ট ও ডুবুরি নামিয়ে দু'দিন ধরে তল্লাশি চলে আত্রেয়ী নদীতে। কিন্ত পড়ুয়ার খোঁজ মেলেনি।

খোঁজ না মেলায় পুলিশ অনুমান করছিল, প্রবল স্রোতে তলিয়ে ওই পড়ুয়া ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে বালুরঘাটের ডাঙি বিওপি এবং বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল বালুরঘাট থানার পুলিশ। অবশেষে ওই পড়ুয়াদের দেহ দেখা মেলে বাংলাদেশের নওগাঁ জেলার পেত্নিতলা এলাকায়।

সেখানকার জেলেরা দেহ দেখেই বাংলাদেশের নওগাঁ পুলিশকে খবর দেয়। এরপরই বালুরঘাট থানার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ পুলিশ। অবশেষে মঙ্গলবার দুপুরে বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙি বিওপির শূন্য রেখায় উপস্থিত হয় দুই দেশের পুলিশ, বিএসএফ এবং বিজিবির আধিকারিকরা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ফ্ল্যাগ মিটিংয়ের পর দেহ হস্তান্তর করা হয়েছে বালুরঘাট থানার হাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় দ্বাদশের এক পড়ুয়া। দেহ মিলল বাংলাদেশে।
  • দু'দেশের ফ্ল্যাগ মিটিংয়ের পর আজ, মঙ্গলবার দেহ ফিরল বালুরঘাটে।
  • দেহ পাওয়ার পরই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
Advertisement