shono
Advertisement
Sukanta Majumdar

ফের সুকান্তর 'এনকাউন্টার' হুঁশিয়ারি! 'বিজেপি এলে নমাজ মসজিদের ভিতরে হবে', বললেন কেন্দ্রীয় মন্ত্রী

'মেয়েদের ইজ্জত নিয়ে যারা খেলবে, তাদের এনকাউন্টার হবে', হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের।
Published By: Sucheta SenguptaPosted: 12:13 AM Nov 29, 2025Updated: 12:42 AM Nov 29, 2025

অর্ণব দাস, বারাকপুর: উত্তরপ্রদেশের কায়দায় এরাজ্যে এনকাউন্টার নিয়ে ফের বিতর্কিত হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, বিজেপি ক্ষমতায় এলে রাস্তায় নমাজ বন্ধ করারও নিদান শোনা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মুখে। শুক্রবার সন্ধ্যায় বারাসত বারাকপুর ওয়্যারলেস মোড় থেকে মসজিদ মোড় পর্যন্ত মিছিলের পর সভা করে বিজেপি। সেই সভায় বক্তব্য রাখতে গিয়েই বিতর্কিত বেশ কয়েকটি মন্তব্য করে সুকান্ত মজুমদার। যা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। পালটা দিয়েছে তৃণমূল।

Advertisement

সুকান্ত বলেন, "আমি অবাক হয়ে গেলাম, বড়বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। শুক্রবার রাস্তা বন্ধ করে নমাজ পড়া হচ্ছে! মসজিদের ভিতরে নমাজ পড়া যেতেই পারে, এতে কোনও আপত্তি নেই। কিন্তু সাধারণ মানুষের চলাচলের জায়গা বন্ধ করে নমাজ পড়া হবে! রাজ্যে বিজেপি এলে নামাজ মসজিদের ভিতরে হবে। বাইরে কোন নমাজ হবে না।" সঙ্গে তাঁর সংযোজন, "তৃণমূল সিএএ বন্ধ করতে পারেননি, এসআইআর আটকাতে পারেননি। এবার ছাব্বিশে পরিবর্তন হবে। দম থাকলে আটকে দেখান, রাজ্যে বিজেপি সরকার তৈরি হবে। আর বিজেপি সরকার 'বদলা নয়, বদল চাই' বলবে না। পরিষ্কার কথা দুষ্টের দমন, শিষ্টের পালন হবে। তোলাবাজদের বাড়িতে বুলডোজার চলবে। যারা মেয়েদের ইজ্জত নিয়ে খেলবে তাদের এনকাউন্টার হবে, কেউ আটকাতে পারবে না।"

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদের এহেন মন্তব্য নিয়ে পাল্টা সরব হয়েছে শাসক দল। বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের প্রতিক্রিয়া, "আসলে সুকান্ত মজুমদারের মাথায় নেই যে এটা উত্তরপ্রদেশ নয়, বাংলা। এই ধরনের রাজনীতি বাংলার মানুষ পছন্দ করে না। সেটা সম্পর্কে উনি ওয়াকিবহাল নন। তাই ওঁর যা মানসিকতা, তাতে উত্তরপ্রদেশে থাকা উচিত, বাংলায় নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের এনকাউন্টারের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের।
  • বারাকপুরের সভা থেকে বললেন, 'মেয়েদের ইজ্জত নিয়ে যারা খেলবে, তাদের এনকাউন্টার হবে'।
  • তাঁর আরও মন্তব্য, 'বিজেপি ক্ষমতায় এলে মসজিদেই নমাজ পড়া হবে, বাইরে নয়।'
Advertisement