shono
Advertisement

চোখের দেখা নয়, চেখে দেখার জন্য তৈরি পছন্দের রাজনৈতিক দলের প্রতীকী মিষ্টি

সোদপুরের ট্রাফিক মোড়ের শিবানী সুইটসে তৈরি হচ্ছে এসব মিষ্টি৷ The post চোখের দেখা নয়, চেখে দেখার জন্য তৈরি পছন্দের রাজনৈতিক দলের প্রতীকী মিষ্টি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:27 PM Apr 02, 2019Updated: 06:24 PM Apr 22, 2019

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর:  বাঙালি রসনাপ্রিয়৷ রসাস্বাদনে তার উদ্ভাবনীর শেষ নেই৷ আবার বাঙালি রাজনীতিপ্রিয়, তর্কপ্রিয়ও৷ ভাবছেন রসনার সঙ্গে রাজনীতির কী সম্পর্ক?  আছে,আছে৷ ভোটের মরশুমে চায়ের টেবিলে রাজনৈতিক তর্কবিতর্কের প্রবল ঝড়ঝাপটা সামলে দিতে পারে একমাত্র মিষ্টি৷ তাও আবার তা যদি হয় পছন্দের দলের৷ ঘাবড়াবেন না৷ সোদপুরের এক নামী মিষ্টান্ন প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন দিয়ে তৈরি করেছে ক্ষীরের মিষ্টি৷ আর নির্বাচনী আবহে তা বিকোচ্ছেও দেদার৷

Advertisement

                                            [ আরও পড়ুন : মতুয়া ঠাকুরবাড়ির পূণ্যস্নানেও মতানৈক্য, স্পষ্ট রাজনৈতিক লড়াই]

সোদপুরের ট্রাফিক মোড়ের শিবানী সুইটস৷ ভোটের মরশুমই হোক কিংবা বিশ্বকাপ ,  চলতি হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে মিষ্টি তৈরি করে থাকেন এখানকার কর্মীরা৷ এই যেমন পদ্মফুল আকারের বিরাট সন্দেশ কিংবা মিষ্টিতে হাতের ছাপ৷ আর যেই না দোকানের শোকেসে এসব দেখছেন রসনাপ্রিয় বাঙালি, অমনি দোকানে ঢুকে তা কেনা চাইই চাই৷ আপনি বিজেপি সমর্থক হোন বা কংগ্রেস, তৃণমূল হোন বা সিপিএম,  নিজের পছন্দের দলের মিষ্টিটি ঠিক হাতের নাগালে পাবেনই পাবেন৷ তবে রেস্ত কিঞ্চিৎ বেশি৷ পদ্ম আঁকা সন্দেশ কিংবা কাস্তে-হাতুড়ি-তারা খচিত মিষ্টি, একেকটার দাম পড়বে কম করে ৭০ টাকা৷ মিষ্টির আকার যত বড় হবে, ততই দাম বাড়বে৷ সেই দাম ৭০০ টাকা পর্যন্ত হতে পারে৷

[ আরও পড়ুন : বঙ্গে ভোট উৎসব, রাজনৈতিক দলের প্রচারে বাংলার বানানের দফারফা]

গত বছর বিশ্বকাপ ফুটবল চলাকালীন বিভিন্ন দেশের পতাকার রং, জার্সি দিয়ে তৈরি হয়েছিল রকমারি মিষ্টি৷ তাও একেবারে হু হু করে বিক্রি হয়েছিল৷ এমনকী, ক্রেতাদের চাহিদা মেটাতে বাড়তি মিষ্টিও তৈরি করতে হিমশিম দশা হয়েছিল কর্মীদের৷ রোনাল্ডো, মেসিদের চাহিদা ছিল তুঙ্গে৷ আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেনের সমর্থকদের ভিড় বেড়েই চলেছিল দোকানে৷ এবারও সেই একই ছবি৷ যে কোনও রাজনৈতিক দলের প্রতীকেই পাবেন মিষ্টি৷ তাহলে আর কী? প্রতিপক্ষের সঙ্গে বিতর্ক করতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেই, তাঁকে নিয়ে যান শিবানী সুইটসে৷ খাইয়ে দিন তাঁর পছন্দের দলের চিহ্ন-সহ একটা গোটা সন্দেশ৷ মনোমালিন্য মিটিয়ে ফের বন্ধুত্বে মাততে এ মিষ্টির জুড়ি নেই৷ তাই ভোট উৎসবের মরশুমে রাজনৈতিক তর্কও চলুক, চলুক মিষ্টিমুখও৷     

The post চোখের দেখা নয়, চেখে দেখার জন্য তৈরি পছন্দের রাজনৈতিক দলের প্রতীকী মিষ্টি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement